ত্রিপুরা বিজেপিতে বড়সড় ভাঙন, দল ছাড়লেন রাজ্য সহ-সভাপতি

এদিন নিজের দলত্যাগের কথা ঘোষণা করে সুবলবাবু বলেন, 'আমি বিজেপির গলগ্রহ হয়ে থাকতে চাই না। আমাকে রাজ্য সভাপতি করার কথা চললেও শেষ পর্যন্ত তা হয়নি। লোকসভার প্রার্থীপদও পেলাম না।

Updated By: Mar 19, 2019, 08:11 PM IST
ত্রিপুরা বিজেপিতে বড়সড় ভাঙন, দল ছাড়লেন রাজ্য সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় বিজেপিতে বড়সড় ভাঙন। দল ছাড়লেন রাজ্য সহ-সভাপতি। সূত্রের খবর, কংগ্রেসে যোগ দেবেন সুবল ভৌমিক। 

দিনকয়েক ধরেই সুবলবাবুর দলত্যাগ নিয়ে জল্পনা চলছিল। সূত্রের খবর, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুত্ কিশোর মাণিক্যর সঙ্গে বৈঠকের পর বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁকে ত্রিপুরা দক্ষিণ আসন থেকে লোকসভার প্রার্থী করতে চলেছে কংগ্রেস। 

 

এদিন নিজের দলত্যাগের কথা ঘোষণা করে সুবলবাবু বলেন, 'আমি বিজেপির গলগ্রহ হয়ে থাকতে চাই না। আমাকে রাজ্য সভাপতি করার কথা চললেও শেষ পর্যন্ত তা হয়নি। লোকসভার প্রার্থীপদও পেলাম না। আমাকে প্রার্থী করলে না কি ত্রিপুরা সরকার পড়ে যাবে। দীর্ঘদিন লড়াই করে আমরা বামেদের সরিয়ে সরকার গড়েছি।'

সুবলবাবু জানিয়েছেন, বুধবার ত্রিপুরায় আসছেন রাহুল গান্ধী। সেই মঞ্চে উপস্থিত থাকবেন তিনি। সেখানে দলের সভাপতি যে দায়িত্ব দেবেন তা পালন করবেন বলে জানিয়েছেন তিনি। 

বিজেপি 'থিম সং' গাওয়ায় বাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুবল ভৌমিক। এদিন তিনি ফিরলেন পুরনো দলে। সুবল ভৌমিক ফেরায় ত্রিপুরায় কংগ্রেসের সাংগঠনিক জোর বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  

 

.