মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল

নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের করা নিয়ে চিন্তাভাবনা করছে তৃণমূল শিবির। তৃণমূল কংগ্রেসের সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না, ওই অনুষ্ঠানে তাঁর দলের সাংসদরা যোগ দিন। তবে এ নিয়ে শাসক দলের মধ্যে ভিন্নমতও রয়েছে। অনেক তৃণমূল নেতাই মনে করছেন, শুরু থেকেই মোদীর সঙ্গে সংঘাতে যাওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে রাজ্যের স্বার্থে আঘাত লাগতে পারে।

Updated By: May 20, 2014, 07:14 PM IST

নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের করা নিয়ে চিন্তাভাবনা করছে তৃণমূল শিবির। তৃণমূল কংগ্রেসের সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না, ওই অনুষ্ঠানে তাঁর দলের সাংসদরা যোগ দিন। তবে এ নিয়ে শাসক দলের মধ্যে ভিন্নমতও রয়েছে। অনেক তৃণমূল নেতাই মনে করছেন, শুরু থেকেই মোদীর সঙ্গে সংঘাতে যাওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে রাজ্যের স্বার্থে আঘাত লাগতে পারে।

আজ সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি রাজনাথ সিং উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের কথা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে বিজেপির জোর নেই বলে ধরা হত, সেখানে এবার পার্টির পক্ষে ভোট বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

.