দিল্লিতে ধরনার পরিকল্পনা তৃণমূলের, অচল হবে সংসদ

দিল্লি কাণ্ডের প্রতিবাদে আজ থেকে পরপর দু`দিন লোকসভার ভিতরে-বাইরে ধরনা, বিক্ষোভ, অবস্থান করবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার ঘটনার প্রায় দেড় সপ্তাহ পরে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিস। তারই প্রতিবাদে এবার লাগাতার সংসদ অচল করার হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ থেকেই শুরু হচ্ছে লোকসভার অধিবেশন। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগেও আজ থেকে সরব হবেন তৃণমূলের সাংসদরা।

Updated By: Apr 22, 2013, 11:08 AM IST

দিল্লি কাণ্ডের প্রতিবাদে আজ থেকে পরপর দু`দিন লোকসভার ভিতরে-বাইরে ধরনা, বিক্ষোভ, অবস্থান করবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার ঘটনার প্রায় দেড় সপ্তাহ পরে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিস। তারই প্রতিবাদে এবার লাগাতার সংসদ অচল করার হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ থেকেই শুরু হচ্ছে লোকসভার অধিবেশন। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগেও আজ থেকে সরব হবেন তৃণমূলের সাংসদরা।
দিল্লিতে বাড়তে থাকা ধর্ষণ, কোলগেট ও টুজি স্পেকট্রাম ইস্যুতে আজ লোকসভায় বিক্ষোভ দেখাবে বিজেপিও। বিজেপির দাবি টুজি স্পেকট্রাম ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করছে সরকার। এরই প্রতিবাদে আজ থেকে সংসদ অচলের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি কোলগেট ইস্যুতে আইনমন্ত্রী অশ্বিন কুমারেরও পদত্যাগ দাবি করেছে বিজেপি। সম্প্রতি দিল্লিতে পাঁচ বছরের শিশুর ধর্ষণের ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। আজকের বিক্ষোভের মধ্য দিয়ে নতুন ধর্ষণ বিরোধী আইনকে আরও কঠোর করার পক্ষেও সওয়াল করবে বিজেপি।

.