জওয়ানদের জন্য এসি জ্যাকেট, ট্রায়াল শুরু সেনাবাহিনীতে
ওয়েব ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের জন্য এসে গেল এসি জ্যাকেট। বিশেষ ওই জ্যাকেটের ট্রায়ালও শুরু হয়ে গেল। প্রচণ্ড গরমে কর্তব্যরত জওয়ানদের জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ জ্যাকেট। এমনটাই জানালেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর।
আরও পড়ুন-এবার ভাতের থালায় থাবা বসাচ্ছে ভয়ঙ্কর আর্সেনিক!
দেশে যেসব জায়গায় গরম অত্যন্ত বেশি সেখানে কর্তব্যরত জওয়ানদের ওই জ্যাকেট দেওয়া হবে। সংবাদ সংস্থাকে পর্রিক্কর বলেন, স্পেশাল ফোর্সের ঘণ্টার পর ঘণ্টা অপারেশনের সময়ে জওয়ানদের দেহে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। এতে অস্বস্তি বোধ করেন জওয়ানরা। জ্যাকেট এসি হলে জওয়ানরা অনেকটাই স্বস্তিতে থাকতে পারবেন। ওই জ্যাকেটের ট্রায়াল শুরু হয়েছে।
আরও পড়ুন-এবার সেনাবাহিনীতে সংরক্ষণের দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী
উল্লেখ্য, মার্কিন সেনার জন্য ওই ধরনের জ্যাকেটের ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়েছে। জ্যাকেটের ভেতরে থাকা একটি ব্যাটারি প্রয়োজনীয় বিদ্যুৎ সরবারহ করে।
ভারতীয় বায়ুসেনার হালকা বিমান তেজস নিয়েও মন্তব্য করেন পর্রীক্কর। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, লড়াই করার জন্য হালকা বিমান তেজস অত্যন্ত কার্যকরী। সাড়ে তিন টন মাল বহনে সক্ষম তেজস দুনিয়ার অন্যান্য হালকা যুদ্ধ বিমানের থেকে অনেক বেশি কার্যকরী।