মুম্বইয়ের রাজপথে ট্রামলাইন!!!
মাটি সরাতেই বেরিয়ে এল বহু বছর আগেকার ইতিহাস। প্রায় ছ'দশক আগের থমকে যাওয়া ট্রামের লাইন খুঁজে পাওয়া গেল আমচি মুম্বইয়ের রাজপথের নীচ থেকে। প্রায় ৬০ বছর আগে মুম্বই শহরেও যে ট্রাম চলত তা এক মুহূর্তে মনে পড়ে গেল সবার।
Updated By: Feb 23, 2016, 05:12 PM IST
ওয়েব ডেস্ক: মাটি সরাতেই বেরিয়ে এল বহু বছর আগেকার ইতিহাস। প্রায় ছ'দশক আগের থমকে যাওয়া ট্রামের লাইন খুঁজে পাওয়া গেল আমচি মুম্বইয়ের রাজপথের নীচ থেকে। প্রায় ৬০ বছর আগে মুম্বই শহরেও যে ট্রাম চলত তা এক মুহূর্তে মনে পড়ে গেল সবার।
ব্রিটিশদের হাতধরে আরবসাগরের পাড়ের শহরে চালু হয়েছিল ঘোড়ায় টানা ট্রাম। কিন্তু তা বন্ধ হয়ে গিয়েছিল উনিশশো চৌষট্টিতে। মুছে গিয়েছে শহরের ট্রাম লাইনও। এবারে ফ্লোরা ফাউন্টেন এলাকায় রাস্তা সংস্কারের সময় সেই মুছে যাওয়া স্মৃতিই আবার সামনে এসে গেল। মুম্বই শহরেও যে ট্রামলাইন ছিল, বা ট্রাম চলত তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল।