আর মাত্র কদিন, এবার এক ফোনেই বাতিল ট্রেন টিকিট
টিকিট বাতিলের ঝক্কি থেকে অবশেষে রেহাই মিলতে চলেছে। আর মাত্র কদিন, তারপর থেকে ফোনেই বাতিল করা যাবে আপনার ফোন টিকিট। এপ্রিল মাস থেকে চালু হতে চলেছে এই ব্যবস্থা।
Updated By: Mar 27, 2016, 03:46 PM IST
ওয়েব ডেস্ক : টিকিট বাতিলের ঝক্কি থেকে অবশেষে রেহাই মিলতে চলেছে। আর মাত্র কদিন, তারপর থেকে ফোনেই বাতিল করা যাবে আপনার ফোন টিকিট। এপ্রিল মাস থেকে চালু হতে চলেছে এই ব্যবস্থা।
টিকিট বাতিল করার জন্য ফোন করতে হবে ১৩৯ নম্বরে। এবার সেই নম্বর থেকে দেওয়া হবে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP। এরপর সেদিনই ওই কাউন্টারে যেতে ওই OTP নিয়ে। তাহলে তখনই ফেরত দেওয়া হবে রিফান্ড মানি। তবে, নতুন এই নিয়মে টিকিট বাতিল করার টাকার পরিমাণ বেড়ে দ্বিগুণ হচ্ছে। আশা করা হচ্ছে, এরফলে টিকিট নিয়ে কালোবাজারি বন্ধ করা সম্ভব হবে।