যাত্রীদের জন্য থাকছে ট্রেন হোস্টেস-স্পেশাল লাউঞ্জ, অক্টোবরে চালু হচ্ছে দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেস
যাত্রীরা হোটেল বুকিং, ট্যাক্সি বুকিংয়েরও সুবিধা পাওয়া যাবে অনলাইনে। খাবারের আনা হচ্ছে বৈচিত্র
নিজস্ব প্রতিবেদন: যাত্রীদের জন্য থাকছে ট্রেন হোস্টেস, স্পেশাল লাউঞ্জ, পিক অ্যান্ড ড্রপের সুবিধা। বদলে যাবে ট্রেন সফরের অভিজ্ঞতা। এসবই মিলবে দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেসে।
আরও পড়ুন-হোয়াটস অ্যাপের মাধ্যমেই হত যোগাযোগ, নরেন্দ্রপুরে বেআইনি অস্ত্র কারবারের মাথাকে ধরে ফেলল পুলিস
অক্টোবরেই চালু হচ্ছে দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেস। এর এই এক্সপ্রেসে থাকছে যাত্রীদের জন্য একাধিক সুবিধা। নবরাত্রিতে এই এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Mumbai-Ahmedabad Tejas Express will soon begin operations, laced with modern amenities like special check-in centres, cushioned seats, entertainment portal and tasty snacking options. pic.twitter.com/EwEgleMds2
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) September 10, 2019
তেজস এক্সপ্রেস চালাবে বেসরকারি সংস্থা। ওই বেসরকারি স্ংস্থাকে বেছে নেওয়া হবে নিলামের মাধ্যমে। ডায়ানামিক ফেয়ার সিস্টেমে ধার্য হবে তেজসের ভাড়া। রাজধানী ও শতাব্দি এক্সপ্রেসের পর তেজসেই এই পদ্ধিতিতে ভাড়া ঠিক করা হবে। রেল সূত্রে জানা যাচ্ছে তেজসের ভাড়া হবে বিমানের থেকে কম।
আরও পড়ুন-2022 FIFA World Cup Qualifiers: দোহায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখে দিল ভারত
রেল সূত্রে খবর, যাত্রীদের বাড়ি থেকে লাগেজ নিয়ে আসার ব্যবস্থা থাকবে এই ট্রেনে। পাশাপাশি বিজনেস ও একজিকিউটিভ ক্লাসের যাত্রীদের জন্য থাকছে বিশেষ লাউঞ্জ। যাত্রীরা হোটেল বুকিং, ট্যাক্সি বুকিংয়েরও সুবিধা পাওয়া যাবে অনলাইনে। খাবারের আনা হচ্ছে বৈচিত্র। মিলবে ফ্রুট স্যালাড, কর্ন ফ্লেক্স।