এই ভিডিওটি দুর্বলচিত্তদের জন্য নয়!
২০১৪-য় হিমাচল প্রদেশের বিপাশা নদীতে পিকনিক করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়েছিল হায়দরাবাদের ২৪ জন পড়ুয়া। সেই ঘটনা এখনও সবার মনে টাটকা। ঠিক দুই বছর পর আবারও ফিরে এল সেই স্মৃতি। পিকনিকে গিয়ে নদীতে তলিয়ে গেল এক ছাত্র!
Updated By: Jul 8, 2016, 03:08 PM IST
![এই ভিডিওটি দুর্বলচিত্তদের জন্য নয়! এই ভিডিওটি দুর্বলচিত্তদের জন্য নয়!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/08/60065-506780-picnic.jpg)
ওয়েব ডেস্ক : ২০১৪-য় হিমাচল প্রদেশের বিপাশা নদীতে পিকনিক করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়েছিল হায়দরাবাদের ২৪ জন পড়ুয়া। সেই ঘটনা এখনও সবার মনে টাটকা। ঠিক দুই বছর পর আবারও ফিরে এল সেই স্মৃতি। পিকনিকে গিয়ে নদীতে তলিয়ে গেল এক ছাত্র!
মধ্যপ্রদেশের রিওয়া জেলার পূর্বা জলপ্রপাত। সেখানেই চার কলেজ ছাত্র পিকনিক করতে যায়। সেইসময় ফলসে নেমে সেলফি তুলতে গেলেই দুর্ঘটনাটি ঘটে। স্রোতের টানে তলিয়ে যায় এক ছাত্র। বাকিরা কোনওমতে প্রাণে বাঁচে। গোটা ঘটনাটিই ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। ঘটনার ফুটেজ দেখলে হাড়হিম হয়ে আসবে আপনার।