পুলওয়ামায় বড়সড় সাফল্য সেনার, এনকাউন্টারে নিকেশ জইশ জঙ্গি নুর
এবছর জুলাই মাসেই সে জইশে যোগ দেয়। অক্টোবর মাসে কাশ্মীর বিমানবন্দরের কাছে বিএসএফ ক্যাম্পে হামলায় জড়িত ছিল নুর
নিজস্ব প্রতিবেদন: জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল সেনা। কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে খতম জইশ নেতা নুর মহম্মদ তাঁতে ওরফে নুরা।
সোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলওয়ামার সাম্বুরা গ্রামে অভিযান চালায় সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিস। আর তাতেই জলে পড়ে গেল জইশ-ই-মহম্মদ জঙ্গি নুর মহম্মদ। গ্রামের একটি সন্হেজনক বাড়ি ঘিরে ধরতেই জঙ্গি-সেনা গুলির লড়াই শুরু হয়ে যায়। সেনার পাল্টা গুলিতে নিহত হয় ওই জঙ্গি নেতা। সেনাবাহিনী সূত্রে খবর, আরও এক জঙ্গি লুকিয়ে রয়েছে। এখনও চলছে গুলির লড়াই।
নিহত জঙ্গি নেতা নুর মহম্মদ আদতে দক্ষিণ কাশ্মীরের ত্রালের বাসিন্দা। এবছর জুলাই মাসেই সে জইশে যোগ দেয়। অক্টোবর মাসে কাশ্মীর বিমানবন্দরের কাছে বিএসএফ ক্যাম্পে হামলায় জড়িত ছিল নুর।
জম্মু ও কাশ্মীরের আইজি মুনির খান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, নুর আমাদের জন্য বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওকে ধরতে আমরা একটা জয়েন্ট আপারেশন চালিয়েছিলাম। আজ সকালে ওর মৃতদেহ উদ্ধার হয়েছে।