দিল্লিতে চিকুনগুনিয়া মৃতের সংখ্যা দাঁড়াল ১০-এ
চিকুনগুনিয়ায় দিল্লীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। আজ সকালে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এই রোগের প্রভাবে। সাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে গত এক সপ্তাহেই এই রোগে মৃত্যু হয়েছে ৫ জনের।
ওয়েব ডেস্ক : চিকুনগুনিয়ায় দিল্লীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। আজ সকালে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এই রোগের প্রভাবে। সাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে গত এক সপ্তাহেই এই রোগে মৃত্যু হয়েছে ৫ জনের।
গত প্রায় এক মাস ধরেই দিল্লীর বিভিন্ন হাসপাতালে বহু রোগীকে ভর্তী করা হয়েছে। তাদের অধিকাংশই ডেঙ্গি বা চিকুনগুনিয়ায় আক্রান্ত।
আরও পড়ুন- রোগীর ওষুধ পরীক্ষা করতে গিয়ে তা খেয়েই কোমায়, ৯ বছর পর মৃত্যু হল সেই ডাক্তারের
যোদিও, সাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গি বা চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়ে কোনও রোগীর মৃত্যু হয় না। তবে, সাধারণ ভাবে এই ধরনের রোগের ক্ষেত্রে রোগীর অন্য কোনও রোগ থাকলে তার থেকেই মৃত্যু হওয়ার সম্ভবনা থাকে।
শুধু দিল্লীই নয়, ডেঙ্গি নিয়ে জেরবার কলকাতা পৌরনিগমও। ইতিমধ্যেই বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে এই রোগের প্রকোপে। পরিস্থিতি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন প্রশাসন থেকে সাস্থ্য দফতর।