পদ্ম শিবিরের সভাপতি পদে কি নাড্ডাই! আজই চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লিতে

শাহর ব্যাটন নাড্ডার হাতে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

Updated By: Jan 20, 2020, 09:33 AM IST
পদ্ম শিবিরের সভাপতি পদে কি নাড্ডাই! আজই চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লিতে

নিজস্ব প্রতিবেদন: নতুন পদ্ম সভাপতি নির্বাচন ঘিরে দেশের নজর দিল্লিতে। মনোনয়নের পর আজই নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোদীর প্রথম পছন্দ জে পি নাড্ডা। গত জুলাই থেকে দলের কার্যকরী সভাপতি ছিলেন জেপি নাড্ডা। এবার সর্বভারতীয় সভাপতির পদ পেতে চলেছেন তিনি। শাহর ব্যাটন নাড্ডার হাতে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: কংগ্রেসের টিকিটে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী নির্ভয়ার মা?

শোনা যাচ্ছে, সোমবার সভাপতি হিসেবে বিজেপির দায়িত্ব সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে জে পি নাড্ডার হাতে। আজ সোমবারই সংগঠনের শীর্ষ পদে বসবেন তিনি। তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দেবেন বর্তমান সভাপতি অমিত শাহ৷ অমিত শাহের পর এবার নাড্ডাই হতে চলেছেন কেন্দ্রের শাসক দলের সর্বভারতীয় সভাপতি। এতদিন কার্যকরী সভাপতি হিসাবে শাহের সঙ্গে কাজ করেছেন নাড্ডা। 

 সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহ-এর মেয়াদ শেষ হয়েছিল গত বছরের জানুয়ারিতেই। তবে বিভিন্ন কারণে কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল শাহকে। দ্বিতীয় মোদী সরকারে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় জে পি নাড্ডাকে কার্যনির্বাহী সভাপতি করা হয়।

.