গুজরাটের উন্নয়ন দেখতে হলে ইতালির চশমা খুলতে হবে রাহুলকে : অমিত শাহ

Updated By: Oct 2, 2017, 09:52 PM IST
গুজরাটের উন্নয়ন দেখতে হলে ইতালির চশমা খুলতে হবে রাহুলকে : অমিত শাহ

ওয়েব ডেস্ক: গুজরাটে কতটা উন্নয়ন হয়েছে তা দেখতে হলে রাহুল গান্ধীকে গুজরাটি চশমা পরতে হবে, ইতালির চশমা ব্যবহার করলে দেখা সম্ভব হবে না, তীর্যক উক্তি অমিত শাহের। কংগ্রেসের সহ সভাপতির উদ্দেশে বিজেপির কেন্দ্রীয় সভাপতি তথা গুজরাটের প্রাক্তন মন্ত্রী ও ভূমিপুত্র অমিতের খোঁচা এখানেই শেষ নয়। এরপরও তিনি বলেন, "যদি রাহুল গুজরাটকে নিয়ে স্বপ্ন দেখেন এবং তা সত্যিই অন্তর থেকে অনুভব করে থাকেন, তাহলে পোর বন্দরে যেতে হবে। ইতালি ভ্রমণ করলে হবে না"।

প্রসঙ্গত, সম্প্রতি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোদী-শাহর গড় গুজরাট জয়ের জন্য বিশেষ উদ্যমে মাঠে নামতে চাইছে কংগ্রেস। কিছুদিন আগে রাজ্যসভা নির্বাচনে নাটকীয় প্রতিদ্বন্দ্বিতার আবহে আহমেদ প্যাটেলের জয় এক্ষেত্রে বিশেষ মনোবল দিয়েছে শতাব্দী প্রাচীন দলটিকে। পাশাপাশি, প্যাটেল সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেলও সমর্থনের ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসকে। এছাড়াও দীর্ঘদিন গুজরাটে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে তৈরি হতে পারে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এমনটাও মনে করছে সোনিয়া-রাহুলের কংগ্রেস। ফলে সবদিক বিচার করে গুজরাটের নির্বাচনী যুদ্ধকে পাখির চোখ করতে চাইছে তারা। আর এই পরিস্থিতিতে নিজেদের গড় সামলাতে বদ্ধপরিকর অমিত শাহ তাই 'অতিচেনা' বিদেশি পরিচয়েকে সামনে এনে খোঁচা দিতে চেয়েছেন সোনিয়া নন্দনকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

.