রোজভ্যালি তদন্তের এপিসেন্টারে তৃণমূলের আন্দোলন কর্মসূচী

রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তের এপিসেন্টার এখন ভুবনেশ্বর। সেখানেই রয়েছেন গ্রেফতার দুই তৃণমূল সাংসদ। তাই আন্দোলনকেও এপিসেন্টারের নিয়ে গিয়ে ফেলতে উদ্যোগী ঘাসফুল শিবির।

Updated By: Jan 9, 2017, 09:51 AM IST
রোজভ্যালি তদন্তের এপিসেন্টারে তৃণমূলের আন্দোলন কর্মসূচী

ওয়েব ডেস্ক: রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তের এপিসেন্টার এখন ভুবনেশ্বর। সেখানেই রয়েছেন গ্রেফতার দুই তৃণমূল সাংসদ। তাই আন্দোলনকেও এপিসেন্টারের নিয়ে গিয়ে ফেলতে উদ্যোগী ঘাসফুল শিবির।

মঙ্গলবার লোয়ার PNG এলাকায় প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে সুব্রত বক্সি। থাকবেন, মণীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইঞা, অখিল গিরির মতো নেতা। যদিও, তৃণমূলের ভুবনেশ্বরে নোট বাতিলের প্রতিবাদ কর্মসূচি পূর্ব পরিকল্পিত। সুদীপ ও তাপসের গ্রেফতারি তাতে নতুন মাত্রা যোগ করেছে মাত্র। নোট বাতিলের পাশাপাশি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেও প্রতিবাদ জানাবে তৃণমূল।

আরও পড়ুন- আজ আদালতে সুদীপ-রোজভ্যালির আর্থিক লেনদেনের প্রমাণ দেবে CBI

উল্লেখ্য, আজ ভুবনেশ্বর আদালতে পেশ করা হবে তৃণমূল কংগ্রেস সাংসদকে। CBI সূত্রে খবর, সুদীপ-রোজভ্যালির আর্থিক লেনদেনের প্রমাণ আজ আদালতকে দেবে তারা।

আরও পড়ুন- আগামী ১৩ তারিখ পর্যন্ত কার্ডে পেট্রোল পাম্প থেকে তেল কেনা যাবে

.