জায়ান্ট স্ক্রিনে মমতার একুশ জুলাইয়ের ভাষণ সম্প্রচারে বাধা! ত্রিপুরায় পাল্টা ব্যবস্থা তৃণমূলের

জায়ান্ট স্ক্রিন অ্যাসোসিয়েশন জানিয়েছে, জেলা শাসকের অনুমতি বিনা তারা স্ক্রিন দিতে নারাজ

Updated By: Jul 20, 2021, 11:48 PM IST
জায়ান্ট স্ক্রিনে মমতার একুশ জুলাইয়ের ভাষণ সম্প্রচারে বাধা! ত্রিপুরায় পাল্টা ব্যবস্থা তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: বুধবার একুশে জুলাইয়ের শহিদ দিবস পালন হচ্ছে বাংলার বাইরেও। উত্তরপ্রদেশ, দিল্লি ও গুজরাটে এবার শোনা যাবে শহিদ দিবসে মমতার ভাষণ। একইভাবে ত্রিপুরাতেও মমতার ভাষণ সম্প্রচারের আয়োজন করেছে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি, সংসদে জানাল মোদী সরকার

এদিকে, রাজ্য জায়ান্ট স্ক্রিন অ্যাসোসিয়েশন স্ক্রিন সরবারহ করতে চাইছে না বলে অভিযোগ। তাদের দাবি জেলা শাসকের লিখিত অনুমতি নিতে হবে। সমস্যা সমাধানে পাল্টা ব্যবস্থা নিচ্ছে রাজ্য তৃণমূল। দলীয় সূত্রে খবর, পর্দা টাঙিয়ে প্রোজেক্টারের সাহায্যে মমতার ভাষণ শোনানোর ব্যবস্থা করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-সোমবারের চেয়ে রাজ্যে বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ, কলকাতায় ফের মৃত্যু 

অন্যদিকে, জেলা শাসক দফতরের দাবি, বড় কোনও জমায়েত না হলে জায়ান্ট স্ক্রিন ব্যবহারের কোনও সমস্যা নেই। তবে জায়ান্ট স্ক্রিন অ্যাসোসিয়েশন জানিয়েছে, জেলা শাসকের অনুমতি বিনা তারা স্ক্রিন দিতে নারাজ। কারণ কার্ফু চলছে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.