Tripura: সরকারি গাড়ির সাহায্যে ফ্ল্যাগ খুলছে BJP, অভিযোগ TMC-র
মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরাসরি আক্রমন করে টুইট করেছে তৃণমূল
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার (Tripura) বিভিন্ন রাস্তা থেকে তৃণমূলের (TMC) পতাকা খুলে ফেলার অভিযোগ। ত্রিপুরা সরকার লেখা গাড়িতে করে এসে পতাকা খলার অভিযোগ করেছে তৃণমূল (TMC)।
SHOCKING!
Govt. of Tripura vehicles are now removing @AITCofficial flags across Tripura! @ECISVEEP, please note. Please tell us in what way is this justified?
Shame on @BjpBiplab. Such blatant disregard for the Hon'ble Supreme Court is utterly disgraceful! pic.twitter.com/OkFgQzYzx1
— AITC Tripura (@AITC4Tripura) November 17, 2021
টুইটারে একটি ভিডিও প্রকাশ করে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে ত্রিপুরা সরকার লেখা গাড়িতে করে এসে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের পতাকা খুলে ফেলা হচ্ছে। এর পরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরাসরি আক্রমন করে টুইটে বলা হয়েছে সুপ্রিম কোর্টের এরকম নির্লজ্জ অবমাননা মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: Zee24Ghanta Impact: বন্ধ হল নদী ভরাটের কাজ, রিপোর্ট দেবে তদন্ত কমিটি
ত্রিপুরায় এই মুহূর্তে ভোট ঘোষণা হয়ে গেছে এবং প্রচার চলছে। এরপরেই ত্রিপুরা সরকারের দিকে আঙ্গুল তুলে তৃণমূলের প্রশ্নও এই ঘটনা কিভাবে ঘটতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে টুইট করে লিখেছেন, নতুন ভারত কথাটি।
#NewIndia https://t.co/lklf8T69Ho
— Abhishek Banerjee (@abhishekaitc) November 17, 2021
বিরোধীদের শান্তিপূর্ণ প্রচারে বাধা দেওয়া যাবে না এবং এটা নিশ্চিত করার দায়িত্ব ত্রিপুরার সরকারের সেটাও মনে করিয়ে দিয়েছে তৃণমূল।