Abhishek Banerjee: দিল্লিতে ধুন্ধুমার, পুলিসের সঙ্গে তুমুল ধস্তাধস্তি তৃণমূল নেতাদের, আটক অভিষেক
টানটান নাটক দিল্লিতে।
প্রবীর চক্রবর্তী: চেয়ার ছেড়ে এবার মাটিতে! কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষিভবনে ধরনায় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সাংসদ-বিধায়করা। তারপর? টেনে হিঁচড়ে বের করে দিল পুলিস। আটক করে নিয়ে যাওয়া হল তাঁদের। ধুন্ধুমারকাণ্ড দিল্লিতে।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'দেখা করতে পারবেন না', তৃণমূলকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী..
ঘটনার সূত্রপাত বিকেলে। এদিন দিল্লির যন্তর মন্তরে সভার পর পায়ে হেঁটে কৃষিভবনে পৌঁছন অভিষেক। কাঁধে এ রাজ্যের 'বঞ্চিত'দের লেখা চিঠি। আর সঙ্গে তৃণমূলের সাংসদ বিধায়করা। কেন? সন্ধে ৬টায় এ রাজ্যের শাসকদলের প্রতিনিধিদের সাক্ষাতের সময় দিয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সাথী নিরঞ্জন জ্যোতি।
প্রায় ঘণ্টা তিনেক কৃষিভবনে অপেক্ষার করেন অভিষেক, কল্য়াণরা। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় মন্ত্রী। কেন? অভিষেক বলেন, 'আমাদের ৬টায় সময় দিয়েছিল। এখন বলছে, তিনি জানাচ্ছেন আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না। তিনি যদি দেখা না করেন, আমরা এখানেই বসে থাকব'। এরপর কৃষি ভবনে অভিষেকের নেতৃত্বে ধরনায় বসেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।
In a decisive response to the shocking and unjustifiable treatment meted out to us by MoS @SadhviNiranjan, our delegation, led by Shri @abhishekaitc, is currently staging a powerful dharna inside Krishi Bhavan.
Let this incident serve as a wake-up call to those who tend to… pic.twitter.com/RiKmdAZje9
— All India Trinamool Congress (@AITCofficial) October 3, 2023
এদিকে ততক্ষণে কৃষি ভবনে পৌঁছয় দিল্লি পুলিসের বিশাল বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পদস্থ আধিকারিকরা। ধরনা তুলে নেওয়ার জন্য সময় দেওয়া হয়। সঙ্গে আটকের হুঁশিয়ারিও। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকেন তৃণমূল নেতারা। শেষে স্রেফ টেনে-হিঁচড়ে কৃষি ভবন থেকে বের করে দেওয়াই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, মহুয়া মৈত্র, দোলা সেন ও বাকি সকলকেই আটক করে নিয়ে যায় পুলিস।
Instead of engaging in constructive dialogue, @BJP4India has weaponsised the Delhi Police to manhandle our delegation and forcefully detain them.
This aggressive response is reminiscent of yesterday's events when our peaceful protest was met with undue violence. We unequivocally… pic.twitter.com/txKBPS4WSY
— All India Trinamool Congress (@AITCofficial) October 3, 2023
এর আগে, দিল্লির যন্তর-মন্তরের সভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, 'অনেক সৌজন্যতা দেখিয়েছি, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যদি ভাবে পুলিস দিয়ে আমাদের আন্দোলন আটকে দেবে, যদি ভাবে আধা সামরিক বাহিনী দিয়ে আমাদের রুখে দেবে, যদিভাবে ইডি-সিবিআইয়ে দিকে ধমকে, চমকে তৃণমূলকে বাড়িতে বন্ধ করে রাখবে, তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না'।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'অনেক সৌজন্যতা দেখিয়েছি, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)