দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ শাহ! Nagaland কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি TMC-র
স্বাধীনতার পর থেকে বিজেপির শাসনেই উত্তর-পূর্ব ভারত সবচেয়ে বেশি অশান্ত হয়েছে: সুস্মিতা দেব
নিজস্ব প্রতিবেদন: নাগাল্যান্ডে (Nagaland) সাধারণ মানুষের উপর নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস (TMC)। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (HM Amit Shah) পদত্যাগের দাবি জানাল এরাজ্যের শাসকদল। অভিযোগ করল, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ শাহ।
সোমবার নাগাল্যান্ডে যাওয়ার কথা ছিল তৃণমূলের (TMC) ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের। দলে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শান্তনু সেন, লোকসভার সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং মুখপাত্র বিশ্বজিৎ দেব। তবে নাগাল্যান্ডে ১৪৪ জারি থাকায় সফর স্থগিত করে তৃণমূল কংগ্রেস (TMC)। তবে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল প্রতিনিধিরা। সুস্মিতা দেব অভিযোগ করেন, নাগাল্যান্ডে (Nagaland) গুলি চালানোর ঘটনা গণতন্ত্রে আঘাত। কেন্দ্রকে এর জবাব দিতে হবে। ওই ঘটনার যথাযথ তদন্তেরও দাবি জানান তিনি। সুস্মিতা দেব বলেন, "আমরা গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা করছি। মৃতদের পরিবারকে সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। তৃণমূল কংগ্রেস নাগাল্যান্ডের মানুষের পাশে রয়েছে।"
তৃণমূলের রাজ্যসভার সাংসদ আরও অভিযোগ করেন, স্বাধীনতার পর বিজেপির শাসনেই সবচেয়ে বেশি অশান্ত হয়েছে উত্তর-পূর্ব ভারত। তাঁর দাবি, "নর্থ-ইস্টের মুখ্যমন্ত্রীদের ডেকে বৈঠক করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোর করে নয়, কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করুন অমিত শাহ (HM Amit Shah)।" AFSPA নিয়েও আলোচনার দাবি তোলেন তিনি।
#WATCH Nagaland CM Neiphiu Rio takes part in funeral service of civilians killed in an anti-insurgency operation that went awry in Oting, Mon district pic.twitter.com/dz7iRd1i54
— ANI (@ANI) December 6, 2021
আরও পড়ুন: Nagaland Firing: 'বিদ্রোহী' বলে ভুল হয়েছিল, নাগাল্যান্ডে সেনার গুলিচালনা নিয়ে ব্যাখ্যা শাহ-র
আরও পড়ুন: Road Inauguration: ফাটল না নারকেল, অথচ ভেঙে গেলো ১.১৬ কোটির নতুন রাস্তা