রাষ্ট্রপতির পরামর্শে Wi-Fi বসছে তিরুপতি মন্দিরে

Updated By: Sep 8, 2017, 12:06 PM IST
রাষ্ট্রপতির পরামর্শে Wi-Fi বসছে তিরুপতি মন্দিরে

ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর আদেশে খুব শীঘ্রই ওয়াই-ফাই ফ্রি জোন হতে চলেছে ভারত তথা বিশ্বখ্যাত তিরুপতি মন্দির। এছাড়াও তিরুপতির বালাজি মন্দিরের সৌন্দার্যায়নের ওপরও জোর দিয়েছেন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান। আধার বিকাশ পরিকল্পনা অনুযায়ী মন্দির সংলগ্ন এলাকায় ২,২০,২১৯টি গাছ লাগানোর কথা ইতিমধ্যেই জানিয়েছে অন্ধ্রপ্রদেশের সরকার। এর সঙ্গেই থাকছে ওয়াটার এটিএম'ও। 'দ্য ইকোনমিক্স টাইমস' পত্রিকার খবর অনুযায়ী, আগামী দু'মাসের মধ্যেই কার্যকর হতে চলেছে এই সমস্ত পরিকল্পনা। নির্ধারিত সময়ে সব কাজ সম্পন্ন করার জন্য নাকি তোড়জোরও শুরু করে দিয়েছে চন্দ্রবাবু নায়ডুর সরকার। 

.