ভিডিয়ো: মধ্যপ্রদেশে জঙ্গল ছেড়ে ফ্লাইওভারে বাঘ, হুঙ্কারেই স্তব্ধ যান চলাচল
মধ্যপ্রদেশের সিবনি জেলার পেঞ্চ জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গিয়েছে ৭ নম্বর জাতীয় সড়কের একাংশ।
![ভিডিয়ো: মধ্যপ্রদেশে জঙ্গল ছেড়ে ফ্লাইওভারে বাঘ, হুঙ্কারেই স্তব্ধ যান চলাচল ভিডিয়ো: মধ্যপ্রদেশে জঙ্গল ছেড়ে ফ্লাইওভারে বাঘ, হুঙ্কারেই স্তব্ধ যান চলাচল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/14/261619-mp.jpg)
নিজস্ব প্রতিবেদন: বনের রাজা রাস্তায়! বলা ভালো, ফ্লাইওভারে উঠে বিশ্রাম নিচ্ছে বাঘ বাবাজি। তার মর্জির উপরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল সাধারণ মানুষকে। ঘটনাটি মধ্য়প্রদেশের। এক প্রত্যক্ষদর্শীর তোলা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মধ্যপ্রদেশের সিবনি জেলার পেঞ্চ জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গিয়েছে ৭ নম্বর জাতীয় সড়কের একাংশ। সেখানে এক জায়গায় চলছিল নির্মাণকাজ। ঠিক তখনই মাঝ রাস্তায় এসে বসে পড়ে বাঘটি। সেটিকে পেরিয়ে যাওয়ার সাহস হয়নি সাধারণের। থমকে যায় ট্রাফিক। হাতের কাছে ব্যাঘ্রদর্শন দেখে অনেকেই ভিডিয়ো করতে শুরু করে দেন। বাঘ হামলা চালাতে পারে এমন হামলায় সিঁটিয়ে যান সকলেই। তবে হুঙ্কার দেওয়া ছাড়া আর কিছুই করেনি সে।
सिवनी जिले में जब जंगल के राजा सड़क पर आकर दहाड़ मारने लगे! @GargiRawat @ndtvindia @ndtv @RandeepHooda @hridayeshjoshi @SrBachchan अमिताभ बच्चन #tiger @OfficeofUT #SaveBirdsServeNature #welcometoindia pic.twitter.com/DWwYvHGdRV
— Anurag Dwary (@Anurag_Dwary) July 14, 2020
বন দফতরে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। তবে কাউকে ব্যতিব্যস্ত করেনি বাঘটি। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই জঙ্গলের দিকে হাঁটা দেয় সে।
পেঞ্চ জাতীয় উদ্যানে বাস করে একাধিক বাঘ। বাঘের যাতে নিরাপদে যেতে পারে, সে কারণেই জাতীয় সড়কে চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ।
আরও পড়ুন- মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি রাজস্থানে? BJP-তে সচিন? স্পষ্ট হবে বুধবার সকাল ১০টায়