সংসদে 'কাণ্ডজ্ঞানহীন কাজ' করার অভিযোগ এই সাংসদের বিরুদ্ধে

পঞ্জাবে ভোটের আগে চাপে পড়ল আম-আদমি পার্টি। দলীয় সংসদ ভাগবত্‍ মানের ভিডিওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সংসদ। বৃহস্পতিবার সংসদের নিরাপত্তা সংক্রান্ত ভিডিও তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। নেট দুনিয়ায় মানের ভিডিও ভাইরাল হয়ে যায়।

Updated By: Jul 22, 2016, 08:11 PM IST
সংসদে 'কাণ্ডজ্ঞানহীন কাজ' করার অভিযোগ এই সাংসদের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক : পঞ্জাবে ভোটের আগে চাপে পড়ল আম-আদমি পার্টি। দলীয় সংসদ ভাগবত্‍ মানের ভিডিওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সংসদ। বৃহস্পতিবার সংসদের নিরাপত্তা সংক্রান্ত ভিডিও তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। নেট দুনিয়ায় মানের ভিডিও ভাইরাল হয়ে যায়।

আজ সংসদের দুই কক্ষেই আপ সাংসদের বিরুদ্ধে 'কাণ্ডজ্ঞানহীন কাজ' করার অভিযোগ ওঠে। মানের ভিডিওয়ে সংসদের নিরাপত্তা ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন বিভিন্ন দলের সাংসদরা। প্রবল হৈ-হট্টগোলের জেরে মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

রাজ্যসভায় আপ সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নকভি। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ভাগবত্‍ মান। সংসদে ক্ষমা চাইবেন বলে জানান তিনি।

.