''উরির হামলাকারীদের শাস্তি পেতেই হবে!'' মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী

কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ছাউনির ওপর হামলার পর এই প্রথম 'মন কি বাত' অনুষ্ঠানে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই ভেবেছিলেন, উরি হামলা নিয়ে বিধ্বংসী মনোভাব দেখাবেন তিনি। ঠিক যেমন কোজিকোডে গতকাল বক্তব্য রাখতে গিয়ে দেথা গেছিল নমো-র গলায়। কিন্তু, কিছুটা কৌশলী মনোভাবে, আবার কিছুটা নিজেকে শান্ত রেখেই আজকের 'মন কি বাত'-এ বক্তব্য রাখলেন তিনি।

Updated By: Sep 25, 2016, 01:35 PM IST
''উরির হামলাকারীদের শাস্তি পেতেই হবে!'' মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক : কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ছাউনির ওপর হামলার পর এই প্রথম 'মন কি বাত' অনুষ্ঠানে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই ভেবেছিলেন, উরি হামলা নিয়ে বিধ্বংসী মনোভাব দেখাবেন তিনি। ঠিক যেমন কোজিকোডে গতকাল বক্তব্য রাখতে গিয়ে দেথা গেছিল নমো-র গলায়। কিন্তু, কিছুটা কৌশলী মনোভাবে, আবার কিছুটা নিজেকে শান্ত রেখেই আজকের 'মন কি বাত'-এ বক্তব্য রাখলেন তিনি।

আরও পড়ুন- 'আজ রাতেই কি হামলা পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে?' জল্পনা উস্কে দিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ

তবে, শুরু থেকেই একটা বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী। উরি হামলায় দোষীদের শাস্তি পেতেই হবে। সেই সঙ্গে বলেন ভারতের সেনাবাহিনীর ওপর আমার পূর্ণ আস্থা আছে।

'মন কি বাত'-এর ২৪তম এপিসোডে আজ উরি হামলার পাশাপাশি, স্বচ্ছ ভারত অভিযান নিয়েও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে আগামী দিনে আসন্ন উত্‍সবগুলিতে ভারতবাসীকে শুভেচ্ছ জানা তিনি।

.