'বাড়িতেও মরতে হত ওঁদের', কৃষক আন্দোলন নিয়ে অসংবেদনশীল মন্তব্য বিজেপি মন্ত্রীর
এমন বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমাও চেয়েছেন মন্ত্রী। কিন্তু এতে বিতর্কের ঝড় শান্ত হয়নি।
নিজস্ব প্রতিবেদন: কৃষক আন্দোলন নিয়ে অসংবেদনশীল মন্তব্য শোনা গেল বিজেপি মন্ত্রীর মুখে। সাংবাদিক সম্মেলনেই কৃষকদের মৃত্যু কামনা করে বিজেপির ঘরে চাপ বাড়ালেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তাঁর কথায়, এখন না মরলেও পড়ে তাদের মরতে হতই!
সাংবাদিক সম্মেলনে এই ঘটনার ভিডিও ভাইরাল। সোশ্যাল মিডিয়ার একাংশ রীতিমত ছিঃ ছিঃ করছেন তাঁর মন্তব্যে। আন্দোলন চলাকালীন কৃষকদের মৃত্যু ঘটনার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ' বাড়িতে থাকলেও মরতে হত ওঁদের। ২ লক্ষ লোকের মধ্যে ৬ মাসে ২০০ জনের মৃত্যু এমন কিছু অস্বাভাবিক নয়। কেউতো দুর্ঘটনায় মারা যায়নি, স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করেছেন। তা ছাড়া ভারতীয়দের আয়ু তো এমনই কম। কদিন পর এমনিই মারা যেতেন। বছরে কতজন করে মারা যায় তার খেয়াল রাখেন? কিন্তু আমার মারা যাওয়া প্রতিটি মানুষের উপর সমবেদনা রয়েছে"।
BJP Haryana Agriculture Minister JP Dalal's embarrassing statement about farmers
Bharatiya Janata Party is not understanding the pain of farmers but making fun of them watch' this video ⤵️#GoBackModi pic.twitter.com/0jxSCJGNU4
— Deepak Khatri (@Deepakkhatri812) February 13, 2021
Jp Dalal ,thought about farmers death pic.twitter.com/LSLh6qBSeV
— DRx Pratap Choudhary (@PratapC79647111) February 13, 2021
এমন বিতর্কিত মন্তব্য করার পর ক্ষমাও চেয়েছেন মন্ত্রী। কিন্তু এতে বিতর্কের ঝড় শান্ত হয়নি। কৃষকদের আত্মবলিদান নিয়ে এ হেন অসংবেদনশীল মন্তব্য দেশের জন্য দুঃখজনক বলে জানাচ্ছেন একাংশ।