ওবামার নিরাপত্তায় ফাঁক রাখছে না সিক্রেট সার্ভিস
নয়াদিল্লি: রবিবার সকালে দিল্লি আসছেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি বারাক ওবামা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী লোকটা আসছেন তার এয়ার ফোর্স ওয়ান বিমানে। কিন্তু ওবামার ভারত ভ্রমণ হবে কীভাবে? নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায়না মার্কিন সিক্রেট সার্ভিস। তাই ওবামার আসার আগেই হাজির তাঁর বাহন। গতকালই ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে প্রেসিডেন্টেরর বিশেষ বাহন বিস্ট।
ওবামার বিশেষ বাহনের ওজন ৮ টন। দেখতে ক্যাডিল্যাকের মতো।
ভারতে বেশকিছু দামি গাড়ি চলে। প্রত্যেক শহরের রাস্তায় বি এম ডাব্লু, অডি, বেঞ্চ এগুলো আকচারই দেখা যায়। কিন্তু রাজধানীর রাজপথে এই প্রথম দেখা যাবে বিস্ট। ৮ ইঞ্চি মোটা বডি। ৫ ইঞ্চি মোটা বুলেট প্রুফ কাঁচের জানলা। ওবামার নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা।
বোইং 757 বিমানের দরজা যেমন হয়, সেরকমই পুরু বিস্টের দরজা।
কোনও দুর্ঘটনায় বিস্ফোরণ যাতে না হয়, তার জন্য গাড়ির জ্বালানীর আধারটিও মোড়া থাকে বিশেষ ফোম দিয়ে।