পাকিস্তানকে জঙ্গিদের স্বর্গোদ্যান বানানো চলবে না: ওবামা

পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদীদের 'নিরাপদ স্বর্গ' মেনে নেওয়া যায় না। বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মুম্বই হামলায় জড়িতদের এখনই যথাযথ বিচারের দাবি জানালেন তিনি।

Updated By: Jan 23, 2015, 07:53 PM IST
 পাকিস্তানকে জঙ্গিদের স্বর্গোদ্যান বানানো চলবে না: ওবামা

নয়া দিল্লি: পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদীদের 'নিরাপদ স্বর্গ' মেনে নেওয়া যায় না। বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মুম্বই হামলায় জড়িতদের এখনই যথাযথ বিচারের দাবি জানালেন তিনি।

ইন্ডিয়া টুডেতে একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ''সন্ত্রাসবাদ দমনে আমেরিকা পাকিস্তানের সঙ্গে কাজ করলেও, পাকিস্তানের মধ্যে সন্ত্রাসের স্বর্গোদ্যান মেনে নেওয়া যায় না। মুম্বইয়ে হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের দ্রুত শাস্তি দেওয়া প্রয়োজন।''

এই সাক্ষাৎকারেই ওবামা জানিয়েছেন সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে আমেরিকা।  

বৃহস্পতিবার পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদের জামাত-উদ-দাওয়া। হাফিজের বিদেশ যাত্রার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাক সরকারের পক্ষ থেকে।

এই সাক্ষাৎকারে পেশোয়ারের সেনা স্কুলে তালিবানি জঙ্গি হানার তীব্র সমালোচনা করেছেন ওবামা।

 

.