হিসারের গ্রামে ভাঙা হল আম্বেদকরের মূর্তি, গ্রাম জুড়ে উত্তেজনা

হিসারে রামায়ণ গ্রামে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী বিআর আম্বেদকরের মূর্তি ভাঙচুর করল।

Updated By: Jul 28, 2015, 04:05 PM IST
হিসারের গ্রামে ভাঙা হল আম্বেদকরের মূর্তি, গ্রাম জুড়ে উত্তেজনা

ওয়েব ডেস্ক: হিসারে রামায়ণ গ্রামে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী বিআর আম্বেদকরের মূর্তি ভাঙচুর করল।

ওই গ্রামের দলিত সম্প্রদায়ভুক্ত বাসিন্দারা অপরাধীদের অবিলম্বে গ্রেফতারি দাবি করেছে।

পুলিস সূত্রে খবর, রবিবার গভীর রাতে কিছু দুর্বৃত্ত আম্বেদকরের মূর্তিটির ডান হাতের আঙুল ভেঙে পাশের ঝোপে ফেলে দেয়।

গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে ফাঁকা মদের বোতল ও গ্লাস খুঁজে পেয়েছেন, জানিয়েছেন এসডিএম হংসী মুকেশ সোলাঙ্কি।

তিনি গ্রামবাসীদের কথা দিয়েছেন অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। এর সঙ্গেই সোলাঙ্কি গ্রামবাসীদের শান্তি ওই সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার অনুরোধ করেছেন।

পুলিস ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে। যদিও এখনও পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি।

প্রসঙ্গত, এই প্রথম নয়, পাঁচ বছর আগেও এই মূর্তিটিতে ভাঙচুর চালানো হয়েছিল।

 

 

.