টিআরএসের ডাকে চলছে তেলেঙ্গানা বন্ধ
টিআরএসের ডাকে আজ সকাল থেকে বনধ চলছে তেলেঙ্গানায়। বেশিরভাগ জায়গায় দোকানবাজার বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহনের সংখ্যা চোখে পড়ার মতো কম। পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। পোলাভারাম জলপ্রকল্পকে কেন্দ্র করে তেলেঙ্গানার কিছু অঞ্চল সীমান্ধ্রের সঙ্গে যুক্ত করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে এই বনধ ডেকেছেন টিআরএস সভাপতি এবং রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
টিআরএসের ডাকে আজ সকাল থেকে বনধ চলছে তেলেঙ্গানায়। বেশিরভাগ জায়গায় দোকানবাজার বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহনের সংখ্যা চোখে পড়ার মতো কম। পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। পোলাভারাম জলপ্রকল্পকে কেন্দ্র করে তেলেঙ্গানার কিছু অঞ্চল সীমান্ধ্রের সঙ্গে যুক্ত করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে এই বনধ ডেকেছেন টিআরএস সভাপতি এবং রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
তাঁর অভিযোগ, এনিয়ে কেন্দ্র যে অর্ডিনান্স আনার তোড়জোড় করছে তা সম্পূর্ণ অসাংবিধানিক এবং তেলেঙ্গানার স্বার্থবিরোধী সিদ্ধান্ত। এর জেরে খাম্মাম জেলার বেশ কয়েকটি গ্রাম সীমান্ধ্রের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অর্ডিনান্স আনা হলে তাতে রাষ্ট্রপতির সই করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন টিআরএস প্রধান। আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানার এখনও কোনও অস্তিত্ব নেই। আগামী দোসরা জুন দেশের উনত্রিশতম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ ঘটবে তেলেঙ্গানার।