তেলেঙ্গানা বিল পেশ হল না রাজ্যসভায়

তেলেঙ্গানা বিল আজ পেশ হল না রাজ্যসভায়। ২০ টি সংশোধনী এনে বিল নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বিজেপি। কয়েক দফা বৈঠক করেও জট খোলা যায়নি। শেষ পর্যন্ত আজকের মতো রাজ্যসভা মুলতুবি হয়ে যায়। তেলেঙ্গানা বিল পেশকে কেন্দ্র করে দিনের শুরু থেকেই উত্তাল ছিল রাজ্যসভার অধিবেশন।

Updated By: Feb 19, 2014, 06:43 PM IST

তেলেঙ্গানা বিল আজ পেশ হল না রাজ্যসভায়। ২০ টি সংশোধনী এনে বিল নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বিজেপি। কয়েক দফা বৈঠক করেও জট খোলা যায়নি। শেষ পর্যন্ত আজকের মতো রাজ্যসভা মুলতুবি হয়ে যায়। তেলেঙ্গানা বিল পেশকে কেন্দ্র করে দিনের শুরু থেকেই উত্তাল ছিল রাজ্যসভার অধিবেশন।

সকাল ১১টায় কার্যক্রমের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তেলেঙ্গানা বিরোধীরা। যার জেরে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। দুপুর বারোটায় ফের কার্যক্রম শুরু হলে, সেক্রেটারি জেনারেলের কাছ থেকে তেলেঙ্গানা রাজ্যগঠন বিল ছিনিয়ে নেন এক টিডিপি সাংসদ। যার জেরে ফের দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। এরপর অধিবেশন শুরু হলেও হট্টগোল থামেনি।

ফলে ফের বিকেল পাঁচটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন। কিন্তু পাঁচটার পর সভার কাজ শুরু হতেই আগামিকাল পর্যন্ত সভা মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও তেলেঙ্গানা বিলের বিরোধিতা করার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

.