Telangana : রিল বানাতে গিয়ে বড় বিপত্তি, ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল যুবক, তারপর...

এক রেলকর্মী রেললাইনের ওপর অবচেতন অবস্থায় পেয়ে অ্যাম্বুলেন্স ডাকেন। সেখান থেকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Updated By: Sep 5, 2022, 11:47 PM IST
Telangana : রিল বানাতে গিয়ে বড় বিপত্তি, ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল যুবক, তারপর...

জি ২৪ ঘন্টা ডিজিট্যাল ব্যুরো: কথায় আছে, রাখে হরি, মারে কে! এই ভিডিয়ো দেখে ঠিক তাই মনে হবে। ভেবেছিল একটু অন্যরকম রিলস বানাবেন। এখন সোশ্যাল মিডিয়ায় ‘একটু’ অন্য ধরণের ভিডিয়োর মান বেশি। লাইকও পড়বে হু হু করে, বাড়বে প্রোফাইলের রিচও।  কিন্তু এই চক্করে প্রাণটাই যেতে বসেছিল এক যুবকের। বেঁচে গেলেন একটুর জন্য। তবে সেই যুবকের উদ্দেশ্য কিন্তু অবশেষে সফল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছাড়া হল সেই ভিডিয়ো। মুহূর্তের মধ্যে ভাইরাল। লাইক নয়, শেয়ারও হল প্রচুর। এতটাই ভাইরাল হল যে খবরই হয়ে গেল।

 

ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডকে একটু ‘অন্যরকম’ করতে রাখা হয়েছিল ট্রেন। স্টেশনে দাঁড়িয়ে থাকা বা কার শেডের ট্রেন না। চলন্ত ট্রেন। রেললাইনের উপর ট্রেন যাচ্ছে নিজের গতিতে। হিসেবে হল একটু ভুল। ব্যাস! তেলেঙ্গানার যুবকের নাম, অক্ষয়। একাদশ শ্রেণীতে পড়ছে। রিলস বানাতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। এক রেলকর্মী রেললাইনের ওপর অবচেতন অবস্থায় পেয়ে অ্যাম্বুলেন্স ডাকেন। সেখান থেকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন ঃ Ranchi : এটা ২০২২! রাঁচিতে ডাইনি অপবাদে পিটিয়ে মারা হল তিন মহিলাকে...

এই মুহূর্তে অক্ষয় চিকিৎসাধীন। অবস্থা সংকটজনক। ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের একরাশ হতাশা উপছে পড়েছে। নেটিজেনদের মতে, সম্প্রতি তরুণদের মধ্যে ইন্সটাগ্রামে রিলস করার জন্য আজগুবি কাজের প্রবণতা বেড়েছে, যা সংস্কৃতিকে ভুল বার্তা দেওয়ার পাশাপাশি নিজেদেরও ক্ষতি করছে।        

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.