দেশের নতুন মন্ত্রীরা কারা কোন মন্ত্রকে-এক নজরে

সোমবার শপথ গ্রহণের পর আজ শপথ নিলেন নবগঠিত মন্ত্রিসভার ৪৬ জন সদস্য। মোট ২৩ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ১২ জন প্রতিমন্ত্রী। শরিক দল থেকে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৫ জন। পূর্ণ মন্ত্রিসভা-

Updated By: May 27, 2014, 10:20 PM IST

সোমবার শপথ গ্রহণের পর আজ শপথ নিলেন নবগঠিত মন্ত্রিসভার ৪৬ জন সদস্য। মোট ২৩ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ১২ জন প্রতিমন্ত্রী। শরিক দল থেকে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৫ জন। পূর্ণ মন্ত্রিসভা-

নরেন্দ্র দামোদরদাস মোদী-প্রধানমন্ত্রী

রাজনাথ সিং-স্বরাষ্ট্রমন্ত্রক
সুষমা স্বরাজ-বিদেশ মন্ত্রী
অরুণ জেটলি-অর্থমন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব
এম ভেঙ্কাইয়া নাইডু-নগরোন্নন, হাউজিং, সংসদ বিষয়ক মন্ত্রী

নীতিন গড়করি-ভূতল পরিবহন ও জাতীয় সড়ক, জাহাজ মন্ত্রক
ডিভি সদানন্দ গৌড়া-রেলমন্ত্রক
উমা ভারতী-জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা সংস্কার মন্ত্রক
ড. নাজমা হেপতুল্লা-সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী

গোপীনাথ মুণ্ডে-গ্রামোন্নয়ন, পঞ্চায়েত, পানীয় জল ও নিকাশী মন্ত্রক
রামবিলাস পাসোয়ান-ক্রেতা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রক
কলরাজ মিশ্র-ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রক
মানেকা গান্ধী-নারী ও শিশুকল্যাণ মন্ত্রক

অনন্তকুমার-রাসায়নিক ও সারমন্ত্রী
রবিশঙ্কর প্রসাদ-যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, আইন ও বিচার মন্ত্রক
অশোক গজপতি রাজু-অসামরিক বিমান মন্ত্রক
অনন্ত গীতে-ভারী শিল্পমন্ত্রক
হরসিমরত কৌর বাদল-খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক

নরেন্দ্র সিং তোমার-খনি,ইস্পাত,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
জুয়াল ওরাম-আদিবাসী বিষয়ক মন্ত্রক
রাধা মোহন সিং-কৃষিমন্ত্রক
থওয়ার চাঁদ গেহলট-সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
স্মৃতি ইরানি-মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক
ড. হর্ষ বর্ধন-স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রক

রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী

জেনারেল ভি কে সিং-দেশের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন(স্বাধীন), বিদেশ
ইন্দ্রজিত্ সিং রাও-পরিকল্পনা(স্বাধীন), পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রক
সন্তোষ গঙ্গওয়ার-খাদি(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), সংসদ বিষয়ক, জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা সংস্কার
শ্রীপদ নায়েক-সংস্কৃতি(স্বাধীন), পর্যটন(স্বাধীন)

ধর্মেন্দ্র প্রধান-পেট্রোলিয়ম ও প্রাকৃতিক গ্যাস(স্বাধীন)
সর্বনন্দ সোনোওয়াল-উদ্যোগ, যুব কল্যাণ ও ক্রীড়া(স্বাধীন)
প্রকাশ জাভদেকর-তথ্য ও সম্প্রচার(স্বাধীন), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন(স্বাধীন), সংসদ বিষয়ক

পীযুষ গোয়েল-বিদ্যুত্(স্বাধীন), কয়লা(স্বাধীন), নব ও পূনর্নবীকরণ শক্তি উন্নয়ন মন্ত্রী(স্বাধীন)
ড. জিতেন্দ্র সিং-বিজ্ঞান ও প্রযুক্তি(স্বাধীন), ভূবিজ্ঞান(স্বাধীন)
নির্মলা সীতারমণ-বাণিজ্য ও শিল্প(স্বাধীন), অর্থ, কর্পোরেট বিষয়ক মন্ত্রী

প্রতিমন্ত্রী

জিএম সিদ্ধেশ্বর-অসামরিক বিমান
মনোজ সিনহা-রেল
নিহলচন্দ-রাসায়নিক ও সার
উপেন্দ্র কুশওয়াহা-গ্রামোন্নয়ন, পঞ্চায়েত, পানীয় জল ও নিকাশী

পন রাধাকৃষ্ণণ-ভারী শিল্প ও জনউদ্যোগ
কিরেণ রিজিজু-স্বারষ্ট্র
কৃষ্ণণ পাল-ভূতল পরিবহণ ও জাতীয় সড়ক উন্নয়ন, জাহাজ
ড. সঞ্জীব বলিয়ান-কৃষি, খাদ্য পক্রিয়াকরণ শিল্প
মনসুখভাই ধঞ্জিভাই বাসব-আদিবাসী বিষয়ক

রাওসাহেব দানভে-ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন
বিষ্ণ দেও সাই-খনি, ইস্পাত, শ্রম ও কর্মসংস্থান
সুদর্শন ভগত-সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন

.