ইংরেজি পড়ানোর নতুন এই কায়দা দেখলে আপনারও স্কুলে যেতে ইচ্ছে করবে

তাই এই শিক্ষকের ইংরেজি পড়ানোর কায়দা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Updated By: Jan 14, 2019, 12:39 PM IST
ইংরেজি পড়ানোর নতুন এই কায়দা দেখলে আপনারও স্কুলে যেতে ইচ্ছে করবে

নিজস্ব প্রতিবেদন: ইংরেজি। ছোটবেলায় যে বিষয়গুলির নাম শুনলে আমাদের ভয় লাগত, তার মধ্যে একটি। শিক্ষক-শিক্ষিকারাও পড়ুয়াদের ইংরেজিতে দক্ষ করে তুলতে সবরকম চেষ্টা করেন। তার পরও কেউ শেখে। কেউ শেখে না।

আরও পড়ুন : ছেলের বিয়েতে রাহুল-আডবানিকে নিমন্ত্রণ রাজ ঠাকরের, বাদ পড়লেন মোদী

কিন্তু তা বলে এই শিক্ষকের মতো করে কেউ এর আগে ইংরেজি শিখিয়েছে! বোধহয় না! আর তাই এই শিক্ষকের ইংরেজি পড়ানোর কায়দা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি ক্লাসে পড়ুয়াদের ভাওয়েল ও কনসোন্যান্ট পড়াচ্ছেন। তাও আবার ভোজপুরী গানের সুরে। আর তা শুনেই পড়ুয়ারা শিখে নিচ্ছেন ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ।

দেখুন সেই ভিডিও

 

ওই ভিডিওটি ট্যুইট করেছেন কুমার বিশ্বাস নামে এক ব্যক্তি। তার পরই ভিডিওটি ভাইরাল হয়। আর এমন পর্যায়ে পৌঁছায় সেই ভিডিও চোখে পড়ে যায় স্বয়ং অমিতাভ বচ্চনের। তিনি ভিডিওটিকে কুর্ণিশ জানিয়ে রিট্যুইট করেন।

তবে ভিডিওটি কোনও স্কুলের বা শিক্ষকের কী নাম, তা জানা যায়নি। তবে ভোজপুরী গানের বিষয়টির জন্য মনে করা হচ্ছে, ওই স্কুলটি বিহারের হতে পারে।

.