টানা ৩ রাত একা শ্মশানেই শুয়ে রইলেন এই বিধায়ক, কেন জানেন?

বিধায়ক বেঁচে রয়েছেন দেখে এলাকার লোকজনও সাহস পেলেন। কাজে ফিরলেন নির্মাণ শ্রমিকরাও

Updated By: Jun 26, 2018, 07:57 PM IST
টানা ৩ রাত একা শ্মশানেই শুয়ে রইলেন এই বিধায়ক, কেন জানেন?

নিজস্ব প্রতিবেদন: মশার কামড় খেয়ে টানা তিন রাত একা শ্মশানেই কাটালেন এলাকার বিধায়ক। তাঁকে দেখেই শেষপর্যন্ত ঘর ছেড়ে বেরিয়ে এল এলাকার লোকজন।
আরও পড়ুন- দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি পাশে ঘরে যে এই কাজ করছিল, তা একবারও টের পেলেন না মা
পশ্চিম গোদাবরী জেলার বিধায়ক রামা নাইডু বেশ কিছুদিন ধরে এলাকার একটি শ্মশানের একটি ভবন সংস্কার করার চেষ্টা করছিলেন। কিন্তু এলাকার নির্মাণ শ্রমিকরা কেউই কাজ করতে চাইছিলেন না। তাদের বক্তব্য, শ্মশানের ওই ভবনে রয়েছে ভূত। মেরামতি শুরু করলেই তারা ক্ষেপে উঠবে। কাউকে ছাড়বে না। এলাকার লোকজনেরও একই বক্তব্য।
পরিস্থিতি দেখে আসরে নামেন টিডিপি বিধায়ক রামা নাইডু। পশ্চিম গোদাবরীর পালাকোলের ওই শ্মশানের ভেতরে রাতের বেলা খোলা আকাশের নীচে খাট পেতে একাই শুয়ে রইলেন রামা নাইডু। এক রাত নয় তিন রাত। কোথায় ভূত! বিধায়ক দিব্যি বেঁচে রয়েছেন দেখে এলাকার লোকজনের বুকেও বল ফেরে। কাজে ফিরলেন নির্মাণ শ্রমিকরাও। এলাকার কয়েকশো মানুষ তাঁর সঙ্গে শ্মশানে হাজির হলেন।
আরও পড়ুন-লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, দেখুন সফরসূচি
রামা নাইডুর ওই প্রচেষ্টা সুনাম পেয়েছে বিভিন্ন মহল থেকে। টিডিপি বিধায়ককে স্বাগত জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিজয়ন ট্যুইট করেছেন, কুসংস্কারের বিরুদ্ধে রামা নাইডু একজন যোদ্ধা। অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে এই ধরনের লড়াই গোটা দেশে উদাহরণ হওয়া উচিত।

 

.