কালো টাকা জমা করতে সরকারের নয়া পরিকল্পনা, 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা'

Updated By: Dec 19, 2016, 07:28 PM IST
কালো টাকা জমা করতে সরকারের নয়া পরিকল্পনা, 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা'

ওয়েব ডেস্ক: কালো টাকার মালিকরা নিজের গচ্ছিত অর্থের পরিমাণ জানান, এটাই শেষ সুযোগ, জানিয়ে দিল ভারত সরকার। কালো টাকার মালিকরা নিজে থেকেই সঞ্চিত অর্থের পরিমাণ জানিয়ে দিলে তাদের কোনও শাস্তি হবে না, বরং রাজক্ষমার পরিকল্পনা করে সেই কালো অর্থ উন্নয়নের জন্য কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর মন্ত্রী পারিষদ। 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা', এই পরিকল্পনাই নিয়ে আসছে ভারত সরকার, যেখানে সব কালো টাকা দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবহার করা হবে।  আরও পড়ুন- ৩০শে ডিসেম্বরের মধ্যে পুরানো নোটে একটি অ্যাকাউন্টে শুধু একবারই ৫ হাজারের বেশী টাকা জমা দেওয়া যাবে : রিজার্ভ ব্যাঙ্ক
  

 

ইতিমধ্যেই ব্যাঙ্কগুলো থেকে সমস্ত আমানতকারীদের গচ্ছিত অর্থের নথি সংগ্রহ করতে শুরু করেছে অর্থ দপ্তরের গোয়ান্দা বিভাগ। এরপরই শুরু হবে নজরদারি ওতল্লাশি। এর মধ্যে যদি কালো টাকার মালিকরা তাঁদের গচ্ছিত অর্থের ৫০ শতাংশ আয়কর সরকারকে দেয়, তবেই রেহাই মিলবে শাস্তি থেকে। আগামী বছর মার্চ মাসের শেষের মধ্যে ৫০ শতাংশ কর জমা দেওয়ার নির্দেশও দিয়েছে অর্থমন্ত্রক।

.