তেজপাল LIVE: হাইকোর্টে ছাড় পেলেন না তেহলকা সম্পাদক, কাল ডেকে পাঠাল গোয়া পুলিস

৫.৪৫: বৃহস্পতিবার, বিকেল ৩টে। সহকর্মীকে যৌন নির্যাতন করায় অভিযুক্ত তুরুণ তেজপালকে হাজির হওয়ার চরম সময়সীমা দিল গোয়া পুলিস। আধিকারিকরা জেরা করবে তরুণ তেজপালকে। গোয়া পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই স্থানীয় একটি আদালতে বয়ান নথিভুক্ত করিয়েছেন নির্যাতিতা মহিলা।

Updated By: Nov 27, 2013, 11:11 PM IST

৫.৪৫: বৃহস্পতিবার, বিকেল ৩টে। সহকর্মীকে যৌন নির্যাতন করায় অভিযুক্ত তুরুণ তেজপালকে হাজির হওয়ার চরম সময়সীমা দিল গোয়া পুলিস। আধিকারিকরা জেরা করবে তরুণ তেজপালকে। গোয়া পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই স্থানীয় একটি আদালতে বয়ান নথিভুক্ত করিয়েছেন নির্যাতিতা মহিলা।

৫টা ৩০: তেজপালকে অন্তর্বর্তী জামিন পাওয়ার দিন ২৯ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিল আদালত।

৫টা ১৫: তেজপালকে কংগ্রেসের পৃষ্ঠপোষকতা করার জন্য প্রশ্ন তুললেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারেখ। তেজপাল সোমা চৌধুরীকে যে মেল পাঠিয়েছিলেন তার প্রসঙ্গ টেনে এনে পারেখ বলেন, "তেজপাল আগেই দোষ স্বীকার করেছেন।"

৪টে ১৫: অন্তর্বর্তী জামিন চেয়ে আদালতের দারস্থ হল তরুণ তেজপাল। তেজপালের আইনজীবী আদালতকে প্রশ্ন তোলেন, "একবছর পরও কী নির্যাতিতা আভিযোগ জানাতে পারেন?"

আজ দুপুরেই এই কাণ্ডে তদন্ত কতদূর এগিয়েছে, তরুণ তেজপাল দোষী কি না, তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। গোয়ার মুখ্যমন্ত্রী চাইছেন ফার্স্ট ট্র্যাক কোর্টে তরুণের বিচার হোক।

এদিকে আজ দুপুরে দিল্লি হাইকোর্টে তরুণ তেজপালের আগাম জামিনের আবেদনের শুনানি হবে। গতকাল দিল্লি হাইকোর্টে তরুণ তেজপালের আগাম জামিনের আবেদনের শুনানির কথা থাকলেও সেই শুনানি একদিন পিছিয়ে দেয় আদালত।

কিছুতেই যাতে তেজপাল অনুমতি ছাড়া দেশ ছাড়তে না পারেন সেই নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি যাতে লুকিয়ে তিনি দেশ ছাড়তে না পারেন সেই জন্য দেশের সব বিমনাবন্দরে সতর্ক করে রাখা হয়েছে। সব মিলিয়ে তরুণী সাংবাদিককে যৌন হেনস্থা ও ধর্ষণের ঘটনায় তরুণ তেজপালের ওপর চাপ ক্রমশ বাড়ছে।

.