CBI লকআপে রাতে যা করলেন তাপস পাল!

ভাবলেশহীন চোখমুখ। গ্রেফতারির পর এমনভাবেই পাওয়া গেল তৃণমূল কংগ্রেস সাংসদ তথা একসময়ে টলিউডের ব্যস্ত নায়ক তাপস পালকে। ভুবনেশ্বরে CBI লকআপে কাটাতে হয় রাত। মাটিতে বিছানো ছিল গদি। গদিতে শুয়েই রাত কাটিয়ে দেন তিনি। তবে মশার কামড়ে ঘুমোতে পারেননি। তাঁর জন্য মশা তাড়ানোর কয়েলও জ্বালিয়ে দেওয়া হয়।

Updated By: Dec 31, 2016, 09:26 AM IST
CBI লকআপে রাতে যা করলেন তাপস পাল!

ওয়েব ডেস্ক : ভাবলেশহীন চোখমুখ। গ্রেফতারির পর এমনভাবেই পাওয়া গেল তৃণমূল কংগ্রেস সাংসদ তথা একসময়ে টলিউডের ব্যস্ত নায়ক তাপস পালকে। ভুবনেশ্বরে CBI লকআপে কাটাতে হয় রাত। মাটিতে বিছানো ছিল গদি। গদিতে শুয়েই রাত কাটিয়ে দেন তিনি। তবে মশার কামড়ে ঘুমোতে পারেননি। তাঁর জন্য মশা তাড়ানোর কয়েলও জ্বালিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- তাপস পালকে গ্রেফতার করার কারণ

রাতে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার পথে বিমানের খাবারই খেয়ে নেন তিনি। এরপর আর কিছু মুখে তোলেননি। খুব একটা কথাও বলেননি কারোর সঙ্গে। জানা গিয়েছে, CBI-এর এক অফিসার তাঁকে জিজ্ঞেস করেন, কিছু লাগবে কিনা। জবাবে শুধু মুচকি হাসেন তাপস। খবর CBI সূত্রে।

.