অস্বাভাবিক মৃত্যু হল জাতীয় স্তরের সাঁতারু তনুকা ধাড়ার

অস্বাভাবিক মৃত্যু হল জাতীয় স্তরের সাঁতারু তনুকা ধাড়ার। গতকাল মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না পুলিস। যদিও প্রাথমিকভাবে অনুমান আত্মহত্যাই করেছেন তনুকা। জিমন্যাস্টিক্সের হাত ধরে খেলার জগতে পা রাখেন বাংলার প্রতিভাবান এই ডাইভার। কিন্তু পায়ের হাড় ভেঙে যাওয়ায় জিমন্যাস্ট ছাড়তে বাধ্য হন। তবে খেলা ছাড়েননি। কোচের উপদেশে সাঁতার বেছে নেন। সাঁতারে জাতীয় স্তরে তিনটি পদক জেতেন তিনি। ইতিমধ্যেই মুম্বই পৌছে গেছেন তনুকার বাবা-মা।

Updated By: Jan 27, 2017, 12:28 PM IST
অস্বাভাবিক মৃত্যু হল জাতীয় স্তরের সাঁতারু তনুকা ধাড়ার

ওয়েব ডেস্ক: অস্বাভাবিক মৃত্যু হল জাতীয় স্তরের সাঁতারু তনুকা ধাড়ার। গতকাল মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না পুলিস। যদিও প্রাথমিকভাবে অনুমান আত্মহত্যাই করেছেন তনুকা। জিমন্যাস্টিক্সের হাত ধরে খেলার জগতে পা রাখেন বাংলার প্রতিভাবান এই ডাইভার। কিন্তু পায়ের হাড় ভেঙে যাওয়ায় জিমন্যাস্ট ছাড়তে বাধ্য হন। তবে খেলা ছাড়েননি। কোচের উপদেশে সাঁতার বেছে নেন। সাঁতারে জাতীয় স্তরে তিনটি পদক জেতেন তিনি। ইতিমধ্যেই মুম্বই পৌছে গেছেন তনুকার বাবা-মা।

আরও পড়ুন কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুরের আদালতে আজ হাজিরা দেবেন সলমন খান

হুগলির রঘুনাথপুরে তনুকা ধারার আদি বাড়ি। মেয়ের মৃত্যুর খবর পেতেই তনুকার বাবা-মা মুম্বই পাড়ি দেন। রেলে চাকরির সুবাদে মুম্বইয়ের ফ্ল্যাটে একাই থাকতেন তনুকা। প্রতিভাবান তনুকার এমন পরিণতির কথা মানতেই পারছেন না তনুকার পাড়ার বাসিন্দারা।

আরও পড়ুন  পদত্যাগ করলেন শ্লীলতাহানিতে অভিযুক্ত মেঘালয়ের রাজ্যপাল ভি সম্মুগনাথন

 

.