আজ কুর্সি ধরে রাখার পরীক্ষায় নামছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী
কুর্সি ধরে রাখার কড়া ফাইট। আজই সেই পরীক্ষায় নামছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। বিধানসভায় তিনি সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেন কিনা, আজ গোটা দেশের নজর সেদিকেই। জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ু বিধানসভায় সদস্য সংখ্যা এখন দুশো চৌত্রিশ। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে পালানিস্বামীর প্রয়োজন একশো সতেরো জনের সমর্থন। পালানিস্বামীর দাবি, তাঁর সঙ্গে রয়েছেন AIADMK-এর একশো চব্বিশ জন বিধায়ক। ম্যাজিক ফিগারের চেয়ে যা সাত বেশি। তবে এতে অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ নেই শশীকলা অনুগামী পালানিস্বামীর।
ওয়েব ডেস্ক: কুর্সি ধরে রাখার কড়া ফাইট। আজই সেই পরীক্ষায় নামছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। বিধানসভায় তিনি সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেন কিনা, আজ গোটা দেশের নজর সেদিকেই। জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ু বিধানসভায় সদস্য সংখ্যা এখন দুশো চৌত্রিশ। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে পালানিস্বামীর প্রয়োজন একশো সতেরো জনের সমর্থন। পালানিস্বামীর দাবি, তাঁর সঙ্গে রয়েছেন AIADMK-এর একশো চব্বিশ জন বিধায়ক। ম্যাজিক ফিগারের চেয়ে যা সাত বেশি। তবে এতে অবশ্য স্বস্তিতে থাকার সুযোগ নেই শশীকলা অনুগামী পালানিস্বামীর।
আরও পড়ুন নোট বাতিলের সিদ্ধান্তে গোঁড়াতেই গলদ : রাজীব বাজাজ
পরীক্ষায় তাঁকে ফেল করাতে উঠেপড়ে ময়দানে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সদ্য দল থেকে বহিষ্কৃত পনীরসেলভম। ইতিমধ্যে বেশ কয়েকজন বিধায়ক শশী-শিবির ছেড়ে যোগ দিয়েছেন পনীর-ক্যাম্পে। বিদ্রোহী নেতার দাবি, অন্তত দশ জন বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন। বিরোধী দল ডিএমকে জানিয়ে দিয়েছে, তাঁদের উননব্বই জন বিধায়ক সরকারের বিরুদ্ধেই ভোট দেবে। কংগ্রেস এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
আরও পড়ুন বিয়ের ১৬ বছর পর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্ত্রীর