কীভাবে তালাক দেওয়া উচিত, শেখানো হবে মাদ্রাসায়!

Updated By: Aug 29, 2017, 08:05 PM IST
কীভাবে তালাক দেওয়া উচিত, শেখানো হবে মাদ্রাসায়!

ওয়েব ডেস্ক: 'তিন তালাক অসাংবিধানিক, অবৈধ, পাপ', সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মাদ্রাসায় চালু হতে চলেছে 'তালাকের ক্লাস'। "তালাক একটি রক্ষাকবচ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষই এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল নয়। তাই এবার আমরা শরিয়ত মেনে সুন্নত অনুযায়ী মাদ্রাসার পড়ুয়াদের তালাক নিয়ে সঠিক শিক্ষা দেব", জানিয়েছেন দরগা অল হজরতের 'দরুল ইফতা মঞ্জর ইসলামের' প্রধান সইদ কাফিল হাসমি। এমনিতে উত্তরপ্রদেশের এই মাদ্রাসায় সমস্ত পঠন পাঠন হয় কোরান এবং হাদিসের নিয়ম মেনেই। তবে এবার মাদ্রাসার সিলেবাসে অন্তভুর্ক্ত করা হবে তালাকের বিষয়টিও, জানিয়েছেন সইদ কাফিল হাসমি। দরগা অল হজরতের অন্তর্গত সমস্ত মাদ্রাসাগুলোতেও তালাক বিষয়টিকে পাঠ্যক্রমে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।   

তালাক কী, কেন এবং তালাকের ইতিবাচক বিষয়গুলো কী-এই সমস্ত বিষয়ই পড়ানো হবে মাদ্রাসায়। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই পাঠ্যক্রমে শিক্ষা অর্জন করে পড়ুয়ারা নাকি ইসলাম ধর্মাবলম্বীদের তালাক নিয়ে পরামর্শ দেবে। ছোট ছোট শিশুদের ওপর তালাকের প্রভাব কী, সেবিষয়েও নাকি উপযুক্ত পাঠ্যক্রম রাখা হবে মাদ্রাসায়, এমনই খবর জি নিউজ সূত্রের।

.