Kashmir: পাক পতাকায় জড়িয়ে Syed Geelani, শেষ যাত্রায় উঠল দেশবিরোধী স্লোগান! মামলা দায়ের
পরিবারের সদস্যদের বিরুদ্ধে Unlawful Activities Prevention Act-এ মামলা দায়ের।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা (separatist leader) সৈয়দ আলি শাহ গিলানির (Syed Ali Shah Geelani) শেষ যাত্রায় উঠল ভারত-বিরোধী স্লোগান। অভিযোগ, পাক পতাকায় জড়িয়ে কবরে নিয়ে যাওয়া হয় অল পার্টিস হুরিয়ত কনফারেন্সের প্রাক্তন চেয়ারম্যানকে। পরিবারের সদস্যদের বিরুদ্ধে Unlawful Activities Prevention Act-এ মামলা দায়ের করল পুলিস।
১ সেপ্টেম্বর রাত সাড়ে দশটা নাগাদ শ্রীনগরের হায়দরপোরা এলাকায় নিজের বাসভবনে মারা যান সৈয়দ আলি শাহ গিলানির (Syed Ali Shah Geelani) । মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। পুলিস সূত্রে খবর, সেপ্টেম্বরের ১ ও ২ তারিখ রাতে গোটা এলাকায় ঘুরে বেরায় দুষ্কৃতীরা। ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়। প্রত্যেকের বিরুদ্ধে Unlawful Activities Prevention Act-এ মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীরের বুদগাম জেলায় সেই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, সৈয়দ আলি শাহ গিলানির (Syed Ali Shah Geelani) পরিবারের সদস্যরা পাকিস্তানের পতাকায় মুড়িয়ে শেষ যাত্রায় নিয়ে যান বিচ্ছিন্নতাবাদী নেতাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন: Approval Rating: গ্রহণযোগ্যতায় বিশ্বের তাবড় নেতাদের ছাপিয়ে গেলেন PM Modi
আরও পড়ুন: Indian Army: সৈনিকদেরও এবার অর্থশাস্ত্রের পাঠ
জম্মু-কাশ্মীর পুলিসের ডিজি দিলবাগ সিং জানান, গিলানির মৃত্যুকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই সজাগ ছিল প্রশাসন। পুলিস কর্মীদের উস্কানি দিতে গিলানির পরিবারের সদস্যরা দেশবিরোধী স্লোগান দেয়।