গুজরাট ও মহারাষ্ট্রে মহামারীর পথে সোয়াইন ফ্লু

Updated By: Aug 27, 2017, 01:03 PM IST
গুজরাট ও মহারাষ্ট্রে মহামারীর পথে সোয়াইন ফ্লু

ওয়েব ডেস্ক : একদিকে দিল্লি, অন্যদিকে গুজরাট ও মহারাষ্ট্র। দিল্লিতে হাজারের বেশি মানুষ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত। অন্যদিকেও গুজরাটেও ভয়াবহ আকার নিয়েছে সোয়াইন ফ্লু।

ইতিমধ্যেই গুজরাটে সোয়াইন ফ্লু-তে প্রাণ হারিয়েছেন ২৮০ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২২০ জন। পাশাপাশি মহারাষ্ট্রেও মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। আরও কমপক্ষে ৪০০০-এর মানুষের রক্তে সোয়াইন ফ্লুয়ের জীবাণু মিলেছে।

২০১৫ সালেও এই দুই রাজ্যে মহামারীর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছিলেন ৮৫৩৮ জন। প্রাণ হারিয়েছিলেন ৯০০ জন। অন্যদিকে গুজরাটে ৭১৮০ জনের দেহে সোয়াইন ফ্লুর জীবাণু মেলে। মৃত্যু হয় ৫১৭ জনের।

H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে ছড়ায় সোয়াইন ফ্লু। যা মূলত একটি শ্বাসনালীর রোগ। এই রোগে খুব দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রমণ। সঠিক সময়ে সঠিক চিকিত্সা না হলে, মৃত্যু ঘটে রোগীর।

আরও পড়ুন, ভেজাল খাবার থেকে মুক্তি, দিশা দেখাচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্গানিক সিড  

.