বিগ বস-এ স্বামী অগ্নিবেশ
বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিয়্যালিটি শো বিগ বস-এ যোগ দিলেন সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। পঞ্চম পুরুষ প্রতিযোগী হিসাবে বিগ বস-এ যোগ দিলেন তিনি। ইতিমধ্যেই স্বামী অগ্নিবেশের এই রিয়্যালিটি শো-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে।
বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিয়্যালিটি শো বিগ বস-এ যোগ দিলেন সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। পঞ্চম পুরুষ প্রতিযোগী হিসাবে বিগ বস-এ যোগ দিলেন তিনি। ইতিমধ্যেই স্বামী অগ্নিবেশের এই রিয়্যালিটি শো-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে। কখনও তিনি মাওবাদীদের সঙ্গে সরকারের মধ্যস্ততাকারী, কখনও বা বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারের সহযোগী। কিন্তু এবার সম্পূর্ণ নয়া অবতারে দেখা যাবে স্বামী অগ্নিবেশকে। একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়্যালিটি শো বিগ বস-এ যোগ দিয়েছেন অগ্নিবেশ। এতদিন পর্যন্ত এই বিতর্কিত রিয়্যালিটি শো-তে অভিনেতা, অভিনেত্রী ছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বদেরও অংশগ্রহণ করতে দেখা গেছে। কিন্তু স্বামী অগ্নিবেশের মতো একজন বিশিষ্ট সমাজকর্মীর বিগ বস-এ যোগ দেওয়া নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও ইতিমধ্যেই স্বামী অগ্নিবেশ জানিয়ে দিয়েছেন আর্থিক পুরস্কারের লোভে তিনি এই শো-তে অংশ নেননি। বরং বিগ বস-এর মঞ্চকে ব্যবহার করে দুর্নীতি, জাতপাত, লিঙ্গ বৈষম্য, কন্যাসন্তানদের পরিস্থিতি সহ একাধিক ইস্যুতে দেশের যুব সমাজের কাছে বার্তা দিতেই তাঁর এই প্রতিযোগিতায় অংশ নেওয়া। বিজেপি মুখপাত্র মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন বিগ বস-এর মত রিয়্যালিটি শো-তে স্বামী অগ্নিবেশের মত বিশিষ্ট সমাজকর্মীর অংশ নেওয়াতে তিনি স্তম্ভিত। পাশাপাশি এই শোতে সাংসদদের নিয়ে তাঁর কোনও কথা বলা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদ্দুলা আবার অগ্নিবেশের এই শো-তে অংশ নেওয়া নিয়ে খুবই উচ্ছস্বিত। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে তিনি লিখেছেন স্বামী অগ্নিবেশকে এই নতুন ভূমিকায় দেখার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। মূলতঃ বিগ বস-এ মহিলা প্রতিযোগীদের সংখ্যাই বেশি। স্বামী অগ্নিবেশ এই রিয়্যালিটি শোতে পঞ্চম পুরুষ প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছেন। লোনাভালার বিগ বস-এর বাড়িতে তিনমাস ধরে চব্বিশ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে থাকবেন প্রতিযোগীরা।