দিল্লিতে ধৃত ১ সন্দেহভাজন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি

সন্দেহভাজন এক ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিস। বুধবার দিল্লি পুলিস জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিকে। ধৃতের নাম আসাদুল্লা রহমান ওরফে দিলকাশ।

Updated By: Mar 28, 2012, 02:36 PM IST

সন্দেহভাজন এক ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিস। বুধবার দিল্লি পুলিস জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিকে। ধৃতের নাম আসাদুল্লা রহমান ওরফে দিলকাশ। চিন্নাস্বামী স্টেডিয়াম বিস্ফোরণ, পুণে জার্মান বেকারি বিস্ফোরণ ও দিল্লির জামা মসজিদে গুলি চালনার ঘটনায় জড়িত রয়েছে দিলকাশ। বিহারের দ্বারভাঙা থেকে দিল্লি এসেছিল সে। ধৃতের কাছ থেকে প্রায় ১ কেজি বিস্ফোরক ও একটি ডিটোনেটর উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিস।
প্রসঙ্গত, সোমবারই মহারাষ্ট্রের বুলধানা জেলা থেকে অখিল খিলজি ও মহম্মদ জাফর নামে ২ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র এটিএস। দিল্লিতে ধৃত দিলকাশের সঙ্গে মহারাষ্ট্রে ধৃত ২ ব্যক্তির যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

.