সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে আশাবাদী পাক প্রধানমন্ত্রীর বিদেশ উপদেষ্টা সরতাজ আজিজ

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক ঘিরে আশাবাদী পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে, দুজনেই এখন নেপালের পোখরায়।

Updated By: Mar 17, 2016, 12:24 PM IST
সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে আশাবাদী পাক প্রধানমন্ত্রীর বিদেশ উপদেষ্টা সরতাজ আজিজ

ওয়েব ডেস্ক: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক ঘিরে আশাবাদী পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে, দুজনেই এখন নেপালের পোখরায়।

বুধবারের নৈশভোজের পর আজ প্রাতঃরাশেও দেখা হয় দুজনের। পাঠানকোট হামলার পর এই প্রথম মুখোমুখি হলেন সুষমা স্বরাজ এবং সরতাজ আজিজ। কূটনৈতিক মহলের অনুমান, এই বৈঠকে পাঠানকোট হামলার প্রসঙ্গ তুলবেন বিদেশমন্ত্রী। সার্ক মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে ইতিমধ্যে ভারত ও পাকিস্তানের বিদেশ সচিবের সাক্ষাত হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজই দু-দেশের মধ্যে বৈঠক হবে। এ মাসের শেষে আমেরিকায় ফের নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আজ সুষমা-আজিজ বৈঠক সদর্থক হলে, আমেরিকায় ফের আলোচনায় দেখা যেতে পারে দুই প্রধানমন্ত্রীকে।

.