রাহুলকে মোক্ষম জবাব দিলেন সুষমা
নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিজেপি মহিলাদের অধিকারে বিশ্বাসী নয় বলে সম্প্রতি বেশ কয়েকবার দাবি করেছেন কংগ্রেসের সহ-সভাপতি। এদিন নিজের মতো করে তারই মোক্ষম জবাব দেন বিদেশমন্ত্রী। আরএসএস-এর সংগঠনে শর্টস পরা মহিলাদের তিনি দেখেননি বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
এদিন রাহুলকে নিশানা করে সুষমা বলেন, "বিজেপিকে মহিলা বিরোধী দল বলে অভিযোগ করে বিরোধীরা। অথচ এই দল দেশকে চার জন মহিলা মুখ্যমন্ত্রী ও চার জন রাজ্যপাল দিয়েছে। মন্ত্রিসভায় চারজন মহিলা সদস্য রয়েছেন।"
Rivals call BJP anti-women party but it gave 4 women CMs & 4 women guvs. There are 6 women cabinet ministers: Sushma Swaraj in Ahmedabad pic.twitter.com/LYFmgwncAr
— ANI (@ANI) October 14, 2017
তিনি আরও বলেন,"নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠীতে আগে কোনও মহিলা ছিলেন না। আমার সঙ্গে নির্মলা সীতারমনও এখন ওই কমিটিতে। মন্ত্রিসভার চার শীর্ষমন্ত্রীর মধ্যে দুজনই মহিলা। ২০১৪ সালে আমাকে বিদেশমন্ত্রী করা হয়েছিল। এখন নির্মলা সীতারমন প্রতিরক্ষামন্ত্রী।"
Prior to our govt, no woman was ever a member of CCS, comprising Home, External Affairs, Defence & Finance ministry: EAM Sushma Swaraj pic.twitter.com/3P91GdQM8c
— ANI (@ANI) October 14, 2017
I was made EAM in May 2014 & now Nirmala Ji is the Defence Minister. 2 out of 4 CCS members are women now: EAM Sushma Swaraj in Ahmedabad pic.twitter.com/pdgDUWqf2h
— ANI (@ANI) October 14, 2017
রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে সুষমার প্রতিক্রিয়া, "নেতাদের ভেবে চিন্তে প্রশ্ন করা উচিত। কেন আরএসএস-এ মহিলারা নেই, এর যুক্তিগ্রাহ্য উত্তর আমি দিতাম। কিন্তু যেভাবে রাহুল প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না।"
Mera wahi kehna hai jo aapka kehna hai, netaon ko aisi baat kehna shobha nahi deta: EAM responds to a question on Rahul Gandhi's RSS remark pic.twitter.com/juvGrJI8A0
— ANI (@ANI) October 14, 2017
#WATCH: "Netaon ko aisi baat kehna shobha nahin deta" responds EAM Swaraj to a question over Rahul Gandhi's RSS women in shorts remark pic.twitter.com/C8r9T9VF7o
— ANI (@ANI) October 14, 2017
দিন কয়েক আগে রাহুল বলেছিলেন, আরএসএস-এ শর্টস পরা মহিলাদের দেখেননি তিনি। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন, দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদীর