২০১৯ সালে বড় ধাক্কা খেতে পারে মোদী সরকার, বলছে সমীক্ষা
মোদীর জনপ্রিয়তা তলানিতে? ইঙ্গিত সমীক্ষার।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি এখনও অটুট? মোদী সরকারের চার বছর পূর্ণ করার পর কী মত আম আদমির? এবিপি নিউজ-লোকনীতি-সিএসডিএসের সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে, তাতে রক্তচাপ বাড়তে পারে গেরুয়া শিবিরের। সমীক্ষার দাবি, ৪৭ শতাংশই অংশগ্রহণকারীই পরেরবার আর মোদীকে ভোট দেবেন না।
অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে বিপুল আসন ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সমীক্ষা বলছে, জনপ্রিয়তা কমছে প্রধানমন্ত্রীর। ১৯টি রাজ্যে ১৫,৮৫৯জনকে নিয়ে চালানো হয়েছিল সমীক্ষা। ৪৭ শতাংশ উত্তরদাতাই জানিয়েছেন, মোদীকে ভোট দেবেন না তাঁরা। প্রধানমন্ত্রীর আরও একবার সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন ৩৯ শতাংশ উত্তরদাতা। এই সমীক্ষার ফল নিশ্চিতভাবে কপালে ভাঁজ ফেলবে মোদী-শাহের।
সংখ্যালঘু উন্নয়নে একাধিক পদক্ষেপের দাবি করেন নরেন্দ্র মোদী। কিন্তু সংখ্যালঘুদের মন জয়ে ব্যর্থ তিনি। তিন চতুর্থাংশ উত্তরদাতাই মোদীর বিরুদ্ধে। অন্যদিকে ৪৪ শতাংশ হিন্দু উত্তরদাতার পছন্দ নরেন্দ্র মোদী।
সমীক্ষা অনুযায়ী, ৫৪৩ লোকসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে ২৭৪টি আসন। ফলে ২০১৪ সালের তুলনায় ৪৯টি আসন কম পেতে পারে এনডিএ। ইউপিএ জোটের ঝুলিতে যেতে ১৬৪টি।
২০১৩ সালে ইউপিএ সরকারের শেষদিকে এই ধরনের সমীক্ষা করা হয়েছিল। তখন কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন ৩৯ শতাংশ। মাত্র ৩১ শতাংশ কংগ্রেসকে ভোটদানে আগ্রহী ছিলেন। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, মাত্র ৬০টি আসন পেয়েছিল ইউপিএ।
আরও পড়ুন- ‘নিজেদের খাদ্য ভাগ করে ওদের খাওয়াবো’, রোহিঙ্গা প্রশ্নে মানবিক হাসিনা