নিকাহ হালালা ও বহুবিবাহ অপরাধ, এই আর্জির শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট

তিন তালাকের পর নিকাহ হালালা ও বহুবিবাহ নিষিদ্ধের দাবিতে আর্জি শীর্ষ আদালতের।  

Updated By: Mar 23, 2018, 09:24 PM IST
নিকাহ হালালা ও বহুবিবাহ অপরাধ, এই আর্জির শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন: নিকাহ হালালা ও বহু বিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হোক। সুপ্রিম কোর্টে এমনই আর্জি করেছিলেন নাফিসা খান। শুক্রবার ওই আর্জি শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত। মামলার শুনানি ২৬ মার্চ। 

তিন তালাকের পর বহুবিবাহ ও নিকাহ হালালা বন্ধের আর্জিতে গত ৫ মার্চ সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। নিকাহ হালালা ও বহুবিবাহকে অসাংবিধানিক ঘোষণার আর্জি জানিয়েছিলেন মামলাকারী। আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আবেদন করেন, দুটি প্রথাই সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। 

নিকাহ হালালাকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণ হিসেবে গণ্য করা হোক বলেও আর্জিতে দাবি করা হয়েছে। বহুবিবাহকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হোক। 

আরও পড়ুন- ভোটের আগে লিঙ্গায়েতদের সংখ্যালঘু স্বীকৃতি দিল কর্ণাটক সরকার

.