জাঠদের জন্য মোদী সরকারের বিশেষ সংরক্ষণের বিজ্ঞপ্তি খারিজ সুপ্রিম কোর্টে

জাঠ সম্প্রদায়ভুক্তদের জন্য বিশেষ সংরক্ষণ বাড়ানোর কেন্দ্রের বিজ্ঞপ্তি খারিজ করল সুপ্রিম কোর্ট।

Updated By: Mar 17, 2015, 01:36 PM IST
 জাঠদের জন্য মোদী সরকারের বিশেষ সংরক্ষণের বিজ্ঞপ্তি খারিজ সুপ্রিম কোর্টে

নয়া দিল্লি: জাঠ সম্প্রদায়ভুক্তদের জন্য বিশেষ সংরক্ষণ বাড়ানোর কেন্দ্রের বিজ্ঞপ্তি খারিজ করল সুপ্রিম কোর্ট।

কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে আজ শীর্ষ আদালত জানিয়েছে জাতিগত সংরক্ষণের জন্য তৈরি ওবিসি লিস্টে এই ধরণের অবান্তর অন্তর্ভুক্তি আর চলবে না। সুপ্রিমকোর্টের মতে জাতি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সনাক্তকরণ, ও তাদের বিশেষ সুবিধা প্রদানের এক মাত্র ভিত্তি হতে পারে না।

অ্যাপেক্স কোর্টের মতে কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শীর্ষ আদালত জানিয়েছে ''অনান্য পিছিয়ে পরা জাতির (ওবিসি) তালিকায় জাঠদের মত রাজনৈতিকভাবে সংগঠিত জাতের অন্তর্ভুক্তি অনান্য পিছিয়ে পড়া শ্রেণীর পক্ষে অত্যন্ত ক্ষতিকর।''  

বর্তমান ওবিসি প্যানেলে জাঠদেরকে পিছিয়ে পড়া শ্রেণী বা জাতি হিসাবে চিহ্নিত না করা সত্ত্বেও মোদী সরকার কীভাবে তাদের বিশেষ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে সে বিষয়েও।

 

.