সর্বসম্মক্ষে অনগ্রসর শ্রেণির মানুষদের ফোনে কটূক্তি অপরাধের সামিল, রায় সুপ্রিম কোর্টের

 তপশিলী জাতি বা উপজাতিদের ফোনে কটূক্তির দায়ে সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে।  

Updated By: Nov 19, 2017, 03:46 PM IST
সর্বসম্মক্ষে অনগ্রসর শ্রেণির মানুষদের ফোনে কটূক্তি অপরাধের সামিল, রায় সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: তফশীলি জাতি ও উপজাতির মানুষদের এবার থেকে সর্বসমক্ষে ফোনে গালি বা কটূক্তি করলে শাস্তির মুখে পড়তে হবে, এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের রায় অনুযায়ী, এই অপরাধে সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে।  

নিম্নবর্গের এক মহিলাকে ফোনে বৈষম্যমূলক কথা বলার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়ের উপরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম আবেদন করেন অভিযুক্ত। সেই আবেদন খারিজ করে দিয়ে এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন- "এটাই ভারতে প্রথম আক্রমণ"! শ্রীনগর হামলার দায় স্বীকার আইসিসের

এলাহাবাদ হাইকোর্টের রায়ে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্টের বিচারপতি জে চামলেশ্বর ও এস আবদুল নাজিরের বেঞ্চ জানিয়েছে, ওই মহিলার সঙ্গে যে তিনি ফোনে বৈষম্যমূলক কথা বলেননি, তা আগে প্রমাণ করতে হবে ওই ব্যক্তিকে। অভিযুক্তের আইনজীবী বিবেক বিষ্ণোই সওয়াল করেন, ফোনে কথোপকথনের সময় তাঁর মক্কেল এবং ওই মহিলা আলাদা শহরে ছিলেন। এটা সর্বসমক্ষে বলা হয়নি। তবে তাতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতিদের মতে, সর্বসম্মক্ষে বলেছেন, না বলেননি, তা প্রমাণ করতে হবে আগে।   

.