ভারত কি 'নজরদারি রাষ্ট্র' হতে চাইছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "দেশকে নজরদারি রাষ্ট্র হিসাবে গড়ে তোলা উচিত নয়"।

Updated By: Jul 13, 2018, 07:26 PM IST
ভারত কি 'নজরদারি রাষ্ট্র' হতে চাইছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: দেশটাকে কি 'নজরাদারি রাষ্ট্র' করে তুলতে চাইছেন? শুক্রবার কেন্দ্রকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের 'সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন হাব' তৈরির পরিকল্পনার প্রেক্ষিতে একটি রিট পিটিশন দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা জাতীয় মুখপাত্র মহুয়া মৈত্র। এদিন, সেই প্রসঙ্গেই এমন উক্তি করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে 'সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন হাব' তৈরির প্রস্তাব পেশ হয়েছে। এই হাবের মাধ্যমে দেশবাসীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে আতস কাচের তলায় নিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রের এমন পদক্ষেপ দেখেই রিট পিটিশন দায়ের করেছেন মহুয়া মৈত্র। আদালত এদিন, কেন্দ্রকে এই বিষয়ে হলফনামা দিয়ে তাদের মতামত জানাতে বলেছে ৩ অগস্টের মধ্যে। শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "দেশকে নজরদারি রাষ্ট্র হিসাবে গড়ে তোলা উচিত নয়"। আরও পড়ুন- জেলায় জেলায় শরিয়ত আদালতের পক্ষে সওয়াল প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির

উল্লেখ্য, আধার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে কি না সেই প্রশ্নে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে সেই মামলা এখনও বিচারাধীন। এমন পরিস্থিতিতে 'সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন হাব'-এর মতো পরিকল্পনার মাধ্যমে দেশবাসীর সোশ্যাল অ্যাকাউন্টে এভাবে উঁকি মারা নিয়ে আদালতের প্রশ্নে তুলে দেওয়া নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞ মহলের একাংশ। আরও পড়ুন- 'দেশ ও হিন্দুদের অপমান', শশীর মন্তব্যে নিশানা বিজেপির, 'পাকিস্তানে যান', পরামর্শ স্বামীর

.