বাবরি মসজিদ প্রসঙ্গে সিবিআই-এর সমালোচনায় শীর্ষ আদালত

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে জাতীয় অপরাধ বলায় সিবিআইকে একহাত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি এইচ এল দত্ত ও বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিন বেঞ্চ জানিয়েছে, যেহেতু বিষয়টি বিচারাধীন এবং স্পর্শকাতর, তাই এখনই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় লালকৃষ্ণ আডবানী সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের ভূমিকাকে জাতীয় অপরাধের সঙ্গে যেন তুলনা না করা হয়। এই মর্মে সিবিআইয়ের আইনজীবী পিপি রাওকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ এল দত্ত।

Updated By: Feb 8, 2013, 09:59 AM IST

বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে জাতীয় অপরাধ বলায় সিবিআইকে একহাত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি এইচ এল দত্ত ও বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিন বেঞ্চ জানিয়েছে, যেহেতু বিষয়টি বিচারাধীন এবং স্পর্শকাতর, তাই এখনই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় লালকৃষ্ণ আডবানী সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের ভূমিকাকে জাতীয় অপরাধের সঙ্গে যেন তুলনা না করা হয়। এই মর্মে সিবিআইয়ের আইনজীবী পিপি রাওকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ এল দত্ত।
প্রসঙ্গত, ২০১০-এর ২০ মে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, শিবসেনা প্রধান প্রয়াত বাল ঠাকরে সহ উনিশজনকে বাবরি মসজিদ ধ্বংসের চক্রান্ত থেকে অব্যাহতি দিয়েছিল। এরপর দু`হাজার এগারো সালের আঠেরোই ফেব্রুয়ারি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সিবিআই। বৃহস্পতিবার শুনানি চলাকালীন এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাতে সিবিআইয়ের কেন নয় মাস সময় লাগলো, তাও জানতে চান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ১৩ ফেব্রুয়ারি।

.