Gujarat Riots: গুজরাত দাঙ্গায় মোদীকে ফের ক্লিনচিট সুপ্রিম কোর্টের, খারিজ জাকিয়ার মামলা

সিটের দেওয়ার তথ্যের ভিত্তিতেই নরেন্দ্র মোদীকে ক্লিনচিটের রায় দেয় গুজরাট হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন জাকিয়া জাফরি। 

Updated By: Jun 24, 2022, 12:12 PM IST
Gujarat Riots: গুজরাত দাঙ্গায় মোদীকে ফের ক্লিনচিট সুপ্রিম কোর্টের, খারিজ জাকিয়ার মামলা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: গুজরাট দাঙ্গায় সিটের ক্লিনচিটের বিরোধিতায় মামলা দায়ের করেছিলেন জাকিয়া জাফরি। সিটের তদন্তে তৎকালীন মুখ্য়মন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ক্লিনচিট দেওয়া হয়েছিল। এবার সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সিটের দেওয়ার তথ্যের ভিত্তিতেই নরেন্দ্র মোদীকে ক্লিনচিটের রায় দেয় গুজরাট হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন জাকিয়া জাফরি। শুক্রবার তাঁর সেই মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

২০০২ গুজরাট দাঙ্গার সময় জাকিয়া জাফরির স্বামী এহসান জাফরি, তৎকালীন কংগ্রেস বিধায়ক, একটি দাঙ্গায় নিহত হন। গুজরাট দাঙ্গার সময় গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে এহসান জাফরি নিহত হন। এহসান জাফরির বিধবা স্ত্রী জাকিয়া জাফরি ​​সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে SIT রিপোর্টকে চ্যালেঞ্জ করেন।

গুজরাট দাঙ্গায় বৃহত্তর ষড়যন্ত্রের যে অভিযোগ উঠেছিল, তাতে তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীদের ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই মামলা বন্ধের চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেছিলেন ম্যাজিস্ট্রেট। শুক্রবার সেই সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সিটি রবি কুমারের ডিভিশন বেঞ্চ এদিন ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীকে ক্লিনচিটের রায়কেই বহাল রাখল। অর্থাৎ ফের একবার বলা হল, গুজরাট হিংসার ঘটনায় নরেন্দ্র মোদী নির্দোষই।

আরও পড়ুন, Maharashtra Political Crisis: ডেপুটি স্পিকারকে চিঠি বিদ্রোহীদের, একনাথ শিন্ডেকে নেতা মানলেন ৩৭ বিধায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.